তপু সরকার : [২] জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।
[৩] স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচির মধ্যে রোববার সকাল ৭.৩০মিনিটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
[৪] শ্রদ্ধা নিবেদন করেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এম পি, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ জেলা পুলিশ সুপার মোঃ নাহিদ হাসান চৌধুরী পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, জেলা সিভিল সার্জন্,উপজেলা নিবার্হী অফিসার,ফিরোজ আল মামুন ও উপজেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তরের এলজিইডি , সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য অধিদপ্তর ,গণপূর্ত অধিদপ্তর, জেলা কাষ্টম্স, পরিবেশ অধিদপ্তর শেরপুর চেম্বার অব কমাস্র্ এন্ড ইনডাষ্ট্রি,জেলা সমাজ সেবা,জেলা পরিবার পরিকল্পনা , জেলা কৃষি অধিদপ্তর,জেলা কারাগার,আরো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সমুহ ।
[৫] এদিকে জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে জেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সরকারি – বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরাও শ্রদ্ধা জানান। পরে দুপুর ২ ঘটিকার সময় দোয়া মাহফিল তবারক বিতরন ও আলোচনা সভা ।
[৬] জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় শোক দিবস পালনের জন্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এছাড়াও কোরআন খানি, দোয়া ও অতিদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে ।