শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 [১] শোক দিবসে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি

তাপসী রাবেয়া: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মসূচী অনুযায়ী বিজিবি সদর দপ্তরসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটসমূহের মসজিদে খতমে কোরআন এবং আসরের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রিভিলি হতে রিট্রিট পর্যন্ত বিজিবি'র সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

[৩] বর্তমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সামাজিক দূরত্ব রেখে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে জাতীয় শোক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচী পালন করা হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে বিজিবি সদর দপ্তর পিলখানাস্থ ইউনিটসমুহ সহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, অন্যান্য সকল ইউনিট ও বিওপিতে কর্মরত সদস্যদেরকে স্থানীয় ডিশ চ্যানেলের মাধ্যমে 'বাংলাদেশ মিলিটারী একাডেমীর ১ম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণ' এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র 'অসমাপ্ত মহাকাব্য' প্রদর্শন করা হয়।

[৪] এছাড়াও দিবসটি উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজধানী ঢাকাসহ দেশের সীমান্তবর্তী ৯,৭০৮টি গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়