হারুন-অর-রশীদ: [২] ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘১৫ আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন। আজ এই দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে করে যাচ্ছি। অচিরেই বিশ্ব দরবারে বাংলাদেশ সোনার বাংলা হিসাবে পরিচিতি পাবে।’
[৩] রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গার বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
[৪] নিক্সন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বিশ্ব দরবারে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। খুনিদের কারণে তার স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তাইতো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
[৫] তিনি সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা ভবনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সহস্রাধিক লোকের খাবার বিতরণ ও দোয়া মাহফিলে যোগ দেন।
[৬] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন অনুষ্ঠানে এমপি নিক্সন চৌধুরীর সাথে এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা মো. ফয়েজ, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাকলাইন কাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সম্পাদনা: হ্যাপি