শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ভারতের উম্মুুক্ত চাঁদ

স্পোর্টস ডেস্ক : [২] শুক্রবার (১৩ আগস্ট) ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে বিসিসিআইকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন উন্মুক্ত চাঁদ। বহু আগে থেকেই জল্পনা ছিল যুক্তরাষ্ট্রে তাকে খেলতে দেখা যাবে। সেই জল্পনাই সত্যি করে মাইনর লিগ ক্রিকেট (এমএলসি) দল সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সদের সঙ্গে ২০২১ মওশুমের জন্য চুক্তি স্বাক্ষর করলেন উন্মুক্ত চাঁদ।

[৩] ২৮ বছর বয়সী ভারতের প্রাক্তন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক মেজর লিগ ক্রিকেটের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছেন। ভারত ছেড়ে স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতেই বসবাস করবেন চাঁদ। আমেরিকা যুক্তরাষ্ট্রে খেলার পাশাপাশি সেই দেশের ক্রিকেটের উন্নতিতে পরবর্তী প্রজন্মকে তিনি সাহায্য করবেন বলে লিগের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো জানানো হয়।

[৪] চাঁদ জানান, আমার কেরিয়ারের পরবর্তী ধাপে আমেরিকার ক্রিকেটের অংশ হয়ে এদেশের ক্রিকেটের উন্নতিতে নিজের অবদান দেওয়া ও মেজর লিগ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারায় আমি খুবই আনন্দিত। অপরদিকে, স্ট্রাইকার্সদের হয়ে সপ্তাহান্তে শুরু হতে চলা মাইনর লিগ ক্রিকেটে খেলতে আমি মুখিয়ে আছি।

[৫] আমি চাই বে চত্বর, যেখানে আমি ইতিমধ্যেই ক্রিকেটের জন্য উন্মাদনা দেখতে পেয়েছি, সেই অঞ্চলে এই খেলার আরও প্রসার ঘটুক। মাইনর লিগ ক্রিকেট আদপে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে যুক্তরাষ্ট্রের ২৭ শহরের দল অংশ নেয়। ২৬টি পৃথক মাঠে মোট ২০০টির অধিক ম্যাচ অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়