শিরোনাম
◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি ◈ নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সেনাসদর (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ভারতের উম্মুুক্ত চাঁদ

স্পোর্টস ডেস্ক : [২] শুক্রবার (১৩ আগস্ট) ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে বিসিসিআইকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন উন্মুক্ত চাঁদ। বহু আগে থেকেই জল্পনা ছিল যুক্তরাষ্ট্রে তাকে খেলতে দেখা যাবে। সেই জল্পনাই সত্যি করে মাইনর লিগ ক্রিকেট (এমএলসি) দল সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সদের সঙ্গে ২০২১ মওশুমের জন্য চুক্তি স্বাক্ষর করলেন উন্মুক্ত চাঁদ।

[৩] ২৮ বছর বয়সী ভারতের প্রাক্তন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক মেজর লিগ ক্রিকেটের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছেন। ভারত ছেড়ে স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতেই বসবাস করবেন চাঁদ। আমেরিকা যুক্তরাষ্ট্রে খেলার পাশাপাশি সেই দেশের ক্রিকেটের উন্নতিতে পরবর্তী প্রজন্মকে তিনি সাহায্য করবেন বলে লিগের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো জানানো হয়।

[৪] চাঁদ জানান, আমার কেরিয়ারের পরবর্তী ধাপে আমেরিকার ক্রিকেটের অংশ হয়ে এদেশের ক্রিকেটের উন্নতিতে নিজের অবদান দেওয়া ও মেজর লিগ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারায় আমি খুবই আনন্দিত। অপরদিকে, স্ট্রাইকার্সদের হয়ে সপ্তাহান্তে শুরু হতে চলা মাইনর লিগ ক্রিকেটে খেলতে আমি মুখিয়ে আছি।

[৫] আমি চাই বে চত্বর, যেখানে আমি ইতিমধ্যেই ক্রিকেটের জন্য উন্মাদনা দেখতে পেয়েছি, সেই অঞ্চলে এই খেলার আরও প্রসার ঘটুক। মাইনর লিগ ক্রিকেট আদপে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে যুক্তরাষ্ট্রের ২৭ শহরের দল অংশ নেয়। ২৬টি পৃথক মাঠে মোট ২০০টির অধিক ম্যাচ অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়