শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ মিনিটে ২ ডোজ টিকা নেওয়া বৃদ্ধা হাসপাতালে

নিউজ ডেস্ক: ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় খোদেজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে করোনাভাইরাসের টিকার দুই ডোজ (সিনোফার্ম) দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা বেগমকে দুই ডোজ টিকা পুশ করা হয়। বাংলা ট্রিবিউন

টিকা নেওয়ার আধাঘণ্টা পর বেলা ১২টার দিকে ওই বৃদ্ধার শরীরে কাঁপুনি আসে। এছাড়া শরীর দুর্বল লাগলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

খোদেজা আক্তারের মেয়ের জামাই আব্দুল বারেক বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে এক ডোজ নেওয়ার পর শারীরিক দুর্বলতার কারণে আমার শাশুড়ি কেন্দ্রের মধ্যে চেয়ারে বসে পড়েন। চেয়ারে বসা অবস্থায় কেন্দ্রে টিকা দেওয়ার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী হানসেং দ্রং তাকে আরেকটি টিকা দেন।’

তিনি আরও বলেন, ‘দুই ডোজ নেওয়ার পর শরীরে প্রচণ্ড কাঁপুনি শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’ এ বিষয়ে জানতে ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীনের মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে এক নারী পাঁচ মিনিটে দুইটি টিকা নেওয়ার কথা শুনেছেন জানিয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে তদন্ত করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। খোদেজা বেগমের আগে থেকেই হাইপারটেনশন ছিল। এ কারণেও শরীরে কাঁপুনি আসতে পারে।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্তে দুইবার টিকা পুশ করার বিষয়টি প্রমাণিত হলে দায়ী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, পাঁচ মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা পুশ করার বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়