শিরোনাম
◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন 

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ১০:০৯ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন, সমুদ্রে ভাসমান বিকল নৌযান থেকে ১৫ জন মৎস্যজীবী উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে সমুদ্রে ভাসতে থাকা বিকল নৌযান থেকে ১৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ইব্রাহীম নামের একজন ভাসানচরের কাছাকাছি ঠেঙ্গারচর উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে ফোন করে জানান, তিনিসহ মোট ১৫ জন মৎস্যজীবী তিন দিন আগে রাতে একটি ফিশিং ট্রলারে করে মাছ ধরতে ভোলার চরফ্যাশন থেকে গভীর সমুদ্রে যাত্র করেন।

[৪] বুধবার দুপুরের দিকে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও তারা ইঞ্জিন ঠিক করতে পারেননি। মোবাইল ফোনও নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় তারা কাউকে তাদের বিপদের কথা জানাতে পারেন নি।

[৫] পরে তারা নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন। একদিন বিকল নৌযান নিয়ে সাগরে ভাসার পর বৃহস্পতিবার বিকেলে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। কলার ৯৯৯ কে তাদের উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

[৬] কলার আরও জানান, তারা উপকূল থেকে গভীর সমুদ্রে আনুমানিক ৩০ থেকে ৪০ কি.মি. দূরত্বে আছেন।

[৭] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি কোস্ট গার্ডের নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়। সংবাদ পেয়ে ভাসানচর থেকে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।

[৮] বিশাল সমুদ্রে একটি বিকল নৌযান চিহ্নিত করা দুরূহ ব্যাপার। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড বিকল নৌযানটিকে খুঁজে পায় এবং নৌযানসহ ১৫ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে ভাসানচরে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়