শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ১০:০৯ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন, সমুদ্রে ভাসমান বিকল নৌযান থেকে ১৫ জন মৎস্যজীবী উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে সমুদ্রে ভাসতে থাকা বিকল নৌযান থেকে ১৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ইব্রাহীম নামের একজন ভাসানচরের কাছাকাছি ঠেঙ্গারচর উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে ফোন করে জানান, তিনিসহ মোট ১৫ জন মৎস্যজীবী তিন দিন আগে রাতে একটি ফিশিং ট্রলারে করে মাছ ধরতে ভোলার চরফ্যাশন থেকে গভীর সমুদ্রে যাত্র করেন।

[৪] বুধবার দুপুরের দিকে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও তারা ইঞ্জিন ঠিক করতে পারেননি। মোবাইল ফোনও নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় তারা কাউকে তাদের বিপদের কথা জানাতে পারেন নি।

[৫] পরে তারা নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন। একদিন বিকল নৌযান নিয়ে সাগরে ভাসার পর বৃহস্পতিবার বিকেলে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। কলার ৯৯৯ কে তাদের উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

[৬] কলার আরও জানান, তারা উপকূল থেকে গভীর সমুদ্রে আনুমানিক ৩০ থেকে ৪০ কি.মি. দূরত্বে আছেন।

[৭] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি কোস্ট গার্ডের নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়। সংবাদ পেয়ে ভাসানচর থেকে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।

[৮] বিশাল সমুদ্রে একটি বিকল নৌযান চিহ্নিত করা দুরূহ ব্যাপার। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড বিকল নৌযানটিকে খুঁজে পায় এবং নৌযানসহ ১৫ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে ভাসানচরে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়