মাহিন সরকার: [২] অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ, আর এই জয়ের পর প্রশংসায় ভাসছেন টাইগার ক্রিকেটাররা। এবার এই দারুণ সাফল্যে কেক কেটে উদযাপন করেছেন কোচ ও নির্বাচকরা।
[৩] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির আয়োজনে এই ছোটখাটো উদযাপন সাফল্যের পেছনের মানুষদের নিয়ে।
[৪] বাংলাদেশ দল খারাপ করলে সমালোচনার সাগর পাড়ি দিতে হয় নির্বাচক ও কোচদের। দলের সাফল্যে তাদের উদযাপনও তাই সাজে। আকরাম খানের ক্রিকেট অপারেশন্স কমিটি তাই কোচ-নির্বাচকদের নিয়ে উদযাপন করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ৪-১ ব্যবধানের জয়।
[৫] আকরাম জানালেন, ডমিঙ্গো-নান্নুদের নিয়ে এমন উদযাপন আরও করতে চাই। ছোট্ট একটা কেক কেটে উদযাপন করলাম। ক্রিকেটে আমরা অনেক অর্জন করেছি। এটাও এর মধ্যে গুরুত্বপূর্ণ এক অর্জন। খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করছে, আশা করি ভবিষ্যতে কেক কাটার আরও অনেক সুযোগ পাব।
[৬] তিনি আরও বলেন, আমাদের তো প্রায়ই মিটিং হয়। আগের মত সরাসরি মিটিং করতে পারি না বায়োবাবলের জন্য। এখন সুযোগ পেয়েছি। এই সাফল্যের পেছনে ওদের অবদানও তো অনেক বেশি। বিশেষ করে নির্বাচক, এডমিনিস্ট্রেশন- ওরা প্রচুর কাজ করে, আমরা দেখি না, মূল্যায়ন করি না।