শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রি সেলিনার প্রিয় লেখক হূমায়ুন আহমেদ

ইমরুল শাহেদ: মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা কঠোর নিষেধাজ্ঞার সময়টা কিভাবে কাটিয়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘এ সময়টাতে ছিল কোরবানির ঈদ। সেই অর্থে এটা ছিল একটা শোকের সময়। এই সময়টাতে অনেক মেহমান বাসায় এসেছেন। তারা সবাই সুস্থ ছিলেন। এজন্য আমি আনন্দিত এবং আলহামদুলিল্লা।

এছাড়া অনলাইনে ব্রান্ডের কাজ করেছি। দুটি ছবি দিয়ে, একটা ছোট ভিডিও দিয়ে প্রমোটিংয়ের কাজ করেছি। কিন্তু আমরা বাইরে ছুটে চলা মানুষ। মিটিং, শুটিং বন্ধ ছিল-সেটা খুব পেইন লেগেছে। তবে গত বছরের লকডাউন ছিল ডাই-হার্ট। মনে হচ্ছিল আর কোনোদিন বোধহয় সুস্থ হবো না, সুস্থ দেশ পাব না। সে তুলনায় এবারের লকডাউন ছিল কম পেইনফুল। মনে হয়েছে না এখন সব ঠিক হয়ে যাবে। আল্লাহর রহমতে এখন সব কিছু ঠিকঠাক হতে চলেছে।’

তিনি বলেন, ‘সিনেমা তেমন একটা দেখা হয় না আমার। তবুও মাঝেমধ্যে দু’একটা দেখা হয়ে যায়। তবে আমি প্রচুর গল্পের বই পড়ি। আমার প্রিয় লেখক একজনই। তিনি হলেন হূমায়ুন আহমেদ। আমি এখন তার তিনটি বই পড়ছি। তার একটি হলো হিমু সমগ্র। এটা পড়ে শেষ করতে পারিনি। তার আরেকটি বই হাতে নিয়েছি।’ তবে নারী কেন্দ্রিক চরিত্র নিয়ে লেখা বই পড়তে পছন্দ করেন আফ্রি সেলিনা।

তিনি জানান, হূমায়ুন আহমেদ সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে হিমু তাকে বেশি টানে। যাহোক, পেশাগত বিষয়ে তিনি বলেন, টিভি পর্দাই তার কাছে একটা পছন্দের জায়গা হয়ে উঠেছে। আফ্রি সেলিনা ‘ষ্টেশন’ ও ‘বিফোর আই ডাই’ ছবি নিয়ে বেশ আশাবাদী। তবে তিনি মূলধারার চলচ্চিত্রে অভিনয় করার কথা আপাতত ভাবছেন না। আফ্রি সেলিনার জন্ম দিল্লিতে হলেও পাঁচ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অন্যপথ’।

নাঈম তালুকদারের পরিচালনায় এই ছবিতে আফ্রি অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে। অনন্য মামুন পরিচালিত আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘রোমান্স’ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এছাড়াও ইদ্রিস হায়দার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আফ্রি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়