শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণিকে ৬টি গরু দেয়ার বিষয়ে মুখ খুললেন সেলিম খান

নিউজ ডেস্ক : গেল ঈদুল আজহায় ৬টি গরু কোরবানি দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি এ নিয়ে নতুন করে গণমাধ্যমে খবর এসেছে যে- সেই গরুগুলো শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান দিয়েছেন। এমন সংবাদ প্রকাশের পর এ নিয়ে মুখ খুলেছেন সেলিম খান।

গরু দেওয়ার কথা অস্বীকার করে এই প্রযোজক জানালেন, তিনি পরীমণিকে গরু দেননি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু দিয়েছেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দু’টি গরু দিয়েছেন তিনি।

পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে সেই গরুগুলো কাকরাইলে শাপলা মিডিয়ার অফিসের সামনে কোরবানি দেয়া হয়েছে বলে জানিয়ে শাপলা মিডিয়ার এ কর্ণধার আরও দাবি করেন, তার প্রযোজিত চলচ্চিত্রগুলোর গল্প অনুযায়ী পরীমণি অভিনয়ের সুযোগ পাননি। তাকে নিয়ে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও শাপলা মিডিয়ার নেই। অথচ মনগড়া এমন সংবাদ প্রকাশ করায় রীতিমতো আহত হয়েছে তিনি।

সেলিম খান বলেন, ‘চিত্রনায়িকা পরীমণির নাম শুনেছি। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে সামনা-সামনি দেখা হয়নি। এছাড়া কখনো ফোনেও তার সঙ্গে কথা হয়নি। ’ তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘যে কেউ তার তিনটি মোবাইল নম্বরে কললিস্ট যাচাই করে দেখতে পারেন। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়