শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণিকে ৬টি গরু দেয়ার বিষয়ে মুখ খুললেন সেলিম খান

নিউজ ডেস্ক : গেল ঈদুল আজহায় ৬টি গরু কোরবানি দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি এ নিয়ে নতুন করে গণমাধ্যমে খবর এসেছে যে- সেই গরুগুলো শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান দিয়েছেন। এমন সংবাদ প্রকাশের পর এ নিয়ে মুখ খুলেছেন সেলিম খান।

গরু দেওয়ার কথা অস্বীকার করে এই প্রযোজক জানালেন, তিনি পরীমণিকে গরু দেননি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু দিয়েছেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দু’টি গরু দিয়েছেন তিনি।

পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে সেই গরুগুলো কাকরাইলে শাপলা মিডিয়ার অফিসের সামনে কোরবানি দেয়া হয়েছে বলে জানিয়ে শাপলা মিডিয়ার এ কর্ণধার আরও দাবি করেন, তার প্রযোজিত চলচ্চিত্রগুলোর গল্প অনুযায়ী পরীমণি অভিনয়ের সুযোগ পাননি। তাকে নিয়ে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও শাপলা মিডিয়ার নেই। অথচ মনগড়া এমন সংবাদ প্রকাশ করায় রীতিমতো আহত হয়েছে তিনি।

সেলিম খান বলেন, ‘চিত্রনায়িকা পরীমণির নাম শুনেছি। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে সামনা-সামনি দেখা হয়নি। এছাড়া কখনো ফোনেও তার সঙ্গে কথা হয়নি। ’ তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘যে কেউ তার তিনটি মোবাইল নম্বরে কললিস্ট যাচাই করে দেখতে পারেন। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়