শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ১১:০৬ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকের লিঙ্গ কর্তন, প্রেমিকা আটক

নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে প্রেমিকের লিঙ্গ কেটে দিয়েছে তার প্রেমিকা সাবিনা খাতুন। সোমবার (৯ আগস্ট) রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার শ্রীখন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা উপজেলার দেলুয়া গ্রামের আজিজ উদ্দিনের মেয়ে। আরটিভি

আহত প্রেমিককে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পার্শ্ববর্তী পানসিপাড়া গ্রামের মৃত সায়েতুল্লার ছেলে মাহাবুব আলীর সাথে বিয়ে হয় সাবিনার। জীবিকার তাগিদে গত ২ বছর আগে সৌদিতে যান মাহবুব আলী।

এরপর থেকেই একই এলাকার এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন সাবিনা। বিষয়টি জানা-জানি হলে স্বামী মাহবুবের সাথে সাবিনার উত্তপ্ত বাকবিতন্ডা হয়। এতে প্রায় ৮ মাস আগে সাবিনা তার স্বামীকে তালাক দেয়।

পরকিয়ার টানে গত সোমবার সারাদিন সাবিনা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরা-ঘুরি শেষে সন্ধায় বড়াইগ্রাম উপজেলার শ্রীখন্ডি গ্রামে প্রেমিকের এক দুর সম্পর্কের আত্মীয়ের বাসায় আসে। স্বামী-স্ত্রী পরিচয়ে একসাথে সেখানে তারা রাত্রীযাপন কালে রাত দেড়টার দিকে সাবিনা ব্লেড দিয়ে আমিনের লিঙ্গ কেটে দেয়। তখন আমিনের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। ওই সময় সাবিনা বোরখা পরে পালানোর চেষ্টাকালে তাকে আটক রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে সাবিনাকে আটক করে পুলিশ। এসময় ব্যবহৃত ব্লেড এবং তাদের মোবাইল ফোন জব্দ করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম মঙ্গলবার রাত ৮টার দিকে জানান, ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে অভিযুক্ত সাবিনাকে আটক করে মঙ্গলবারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়