বাশার নূরু: [২] নিউইয়র্কের টাইমস স্কয়ারের ‘দ্য আইকনিক বল-ড্রপ’ বিলবোর্ডে ইতিহাসে প্রথমবারের মতো সম্মানিত হবেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় শোক দিবসে শ্রদ্ধা প্রদর্শনের জন্য আগামী ১৫ আগস্ট ওই বিলবোর্ডে বঙ্গবন্ধুকে নিয়ে একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হবে ।
[৩] বঙ্গবন্ধুকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করার এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স। এ উদ্যোগকে ফলপ্রসূ করতে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে মঙ্গলবার (১০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হাতে একটি ডামি চেক হস্তান্তর করা হয়।
[৪] এ সময় আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, টেক্সটাইল বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ এবং সাজ্জাদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
[৫] বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বছরে বিডি ফাইন্যান্স তাদের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ফাইন্যান্স’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নাম পরিবর্তনের এ উদযাপনকে স্মরণীয় করে রাখতে এবং শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক আয়োজনটির ‘টাইটেল স্পনসর’ হিসেবে অংশ নিতে যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স। এ আয়োজনটি ভিডিও ডকুমেন্টারি ও বইয়ে নথিভুক্ত করা হবে। পরে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর কথা রয়েছে।
[৬] টাইম স্কয়ার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মোড় এবং বিনোদন কেন্দ্রবিন্দুতে অবস্থিত, যাকে ‘বিশ্বের হৃদয়’ হিসেবে প্রায়ই অভিহিত করা হয়।