শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্য হান্ড্রেডে প্রথম হ্যাট্রিক করলেন ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসি স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ এর অভিষেক আসরেই দেখা মিললো হ্যাট্রিকের। মঙ্গলবার ১০ আগস্ট এই টুর্নামেন্টের ইতিহাসের প্রথমবারের মতো হ্যাট্রিক করার কীর্তি গড়েছেন ইমরান তাহির। পাশাপাশি অনবদ্য বোলিং পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরাও।

[৩] ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য পরিচিত টুর্নামেন্টটিতে মঙ্গলবার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সব আলো একাই কেড়ে নিয়েছেন বার্মিংহ্যাম ফোনিক্সের দক্ষিণ আফ্রিকান লেগ-স্পিনার ইমরান তাহির। তার বিধ্বংসী বোলিংয়ে টুর্নামেন্টে রানের ব্যবধানে সবচেয়ে বড় হারের লজ্জ্বায় ডুবছে প্রতিপক্ষ ওয়েলস ফায়ার। এদিন ১৯ বলের স্পেলে মাত্র মাত্র ২৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন ইমরান তাহির। মার্চেন্ট ডিল্যাংয়ের পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন প্রোটিয়া লেগ-স্পিনার।

[৪] ওয়েলস ফায়ারের ইনিংসের ৭২, ৭৩ এবং ৭৪তম বলে যথাক্রমে প্রতিপক্ষের শেষ তিন ব্যাটার কাইস আহমেদ, ম্যাট মিলনেস ও ডেভিড পাইনকে আউট করে হ্যাট্রিকের উল্লাসে মেতেছেন ইমরান তাহির। উল্লেখ্য, হ্যাট্রিকের পূর্বে তিনি সাজঘরে ফিরিয়েছিলেন গ্লেন ফিলিপস ও লিউস ডু’প্লয়কে।

[৫] এজবাস্টনে এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছিল বার্মিংহ্যাম ফোনিক্স। যেখানে ৩৮ বল মোকাবিলায় ৬৫* রানে ওপেনার উইল স্মিড শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এছাড়া মঈন আলি ৫৯ (২৮) এবং লিয়াম লিভিংস্টোন ৩১(১৯) রান করেন। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৭৪ বলে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় ওয়েলস ফায়ার। ফলে ৯৩ রানের বিশাল হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাদের। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়