শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্য হান্ড্রেডে প্রথম হ্যাট্রিক করলেন ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসি স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ এর অভিষেক আসরেই দেখা মিললো হ্যাট্রিকের। মঙ্গলবার ১০ আগস্ট এই টুর্নামেন্টের ইতিহাসের প্রথমবারের মতো হ্যাট্রিক করার কীর্তি গড়েছেন ইমরান তাহির। পাশাপাশি অনবদ্য বোলিং পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরাও।

[৩] ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য পরিচিত টুর্নামেন্টটিতে মঙ্গলবার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সব আলো একাই কেড়ে নিয়েছেন বার্মিংহ্যাম ফোনিক্সের দক্ষিণ আফ্রিকান লেগ-স্পিনার ইমরান তাহির। তার বিধ্বংসী বোলিংয়ে টুর্নামেন্টে রানের ব্যবধানে সবচেয়ে বড় হারের লজ্জ্বায় ডুবছে প্রতিপক্ষ ওয়েলস ফায়ার। এদিন ১৯ বলের স্পেলে মাত্র মাত্র ২৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন ইমরান তাহির। মার্চেন্ট ডিল্যাংয়ের পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন প্রোটিয়া লেগ-স্পিনার।

[৪] ওয়েলস ফায়ারের ইনিংসের ৭২, ৭৩ এবং ৭৪তম বলে যথাক্রমে প্রতিপক্ষের শেষ তিন ব্যাটার কাইস আহমেদ, ম্যাট মিলনেস ও ডেভিড পাইনকে আউট করে হ্যাট্রিকের উল্লাসে মেতেছেন ইমরান তাহির। উল্লেখ্য, হ্যাট্রিকের পূর্বে তিনি সাজঘরে ফিরিয়েছিলেন গ্লেন ফিলিপস ও লিউস ডু’প্লয়কে।

[৫] এজবাস্টনে এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছিল বার্মিংহ্যাম ফোনিক্স। যেখানে ৩৮ বল মোকাবিলায় ৬৫* রানে ওপেনার উইল স্মিড শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এছাড়া মঈন আলি ৫৯ (২৮) এবং লিয়াম লিভিংস্টোন ৩১(১৯) রান করেন। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৭৪ বলে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় ওয়েলস ফায়ার। ফলে ৯৩ রানের বিশাল হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাদের। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়