শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে পরিবেশের ক্ষতি: অবৈধভাবে বালু উত্তোলনের জন্য কারাদণ্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার (৯ আগস্ট) দিনব্যাপী শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে আব্দুল ওয়াহিদ নামের একজনকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় দুটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং একটি বালুবহনকারী ট্রাক্টর আটক করা হয়।

[৪] দণ্ডপ্রাপ্ত আব্দুল ওয়াহিদ শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে নির্বাচিত সদস্য।

[৫] অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ নেছার উদ্দিন।

[৬] শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন অভিযানের ব্যাপারে জানান, আজ দিনব্যাপী আমরা অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলার ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করি। এসময় বালু উত্তোলনের সময় হাতেনাতে একজনকে আটক করে মাটি ব্যবস্থাপনা আইনে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। পাশাপাশি দুটি ড্রেজার মেশিন ধ্বংস করি একটি ট্রাক্টর আটক করি এবং ২ লাখ ১ হাজার ১২৭ ঘনফুট বালুও জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়