শিরোনাম
◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে পরিবেশের ক্ষতি: অবৈধভাবে বালু উত্তোলনের জন্য কারাদণ্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার (৯ আগস্ট) দিনব্যাপী শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে আব্দুল ওয়াহিদ নামের একজনকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় দুটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং একটি বালুবহনকারী ট্রাক্টর আটক করা হয়।

[৪] দণ্ডপ্রাপ্ত আব্দুল ওয়াহিদ শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে নির্বাচিত সদস্য।

[৫] অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ নেছার উদ্দিন।

[৬] শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন অভিযানের ব্যাপারে জানান, আজ দিনব্যাপী আমরা অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলার ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করি। এসময় বালু উত্তোলনের সময় হাতেনাতে একজনকে আটক করে মাটি ব্যবস্থাপনা আইনে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। পাশাপাশি দুটি ড্রেজার মেশিন ধ্বংস করি একটি ট্রাক্টর আটক করি এবং ২ লাখ ১ হাজার ১২৭ ঘনফুট বালুও জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়