শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে পরিবেশের ক্ষতি: অবৈধভাবে বালু উত্তোলনের জন্য কারাদণ্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার (৯ আগস্ট) দিনব্যাপী শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে আব্দুল ওয়াহিদ নামের একজনকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় দুটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং একটি বালুবহনকারী ট্রাক্টর আটক করা হয়।

[৪] দণ্ডপ্রাপ্ত আব্দুল ওয়াহিদ শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে নির্বাচিত সদস্য।

[৫] অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ নেছার উদ্দিন।

[৬] শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন অভিযানের ব্যাপারে জানান, আজ দিনব্যাপী আমরা অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলার ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করি। এসময় বালু উত্তোলনের সময় হাতেনাতে একজনকে আটক করে মাটি ব্যবস্থাপনা আইনে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। পাশাপাশি দুটি ড্রেজার মেশিন ধ্বংস করি একটি ট্রাক্টর আটক করি এবং ২ লাখ ১ হাজার ১২৭ ঘনফুট বালুও জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়