সময় টেলিভিশন, সারা দিন হাতে বল, পায়ে বল ,মাথায় বল ফুটবল যেনো তার নিত্যসঙ্গী। ফুটবল মাথায় নিয়ে করতে পারেন না, যেনো এমন কিছুই নেই। ফুটবল নিয়ে গাছে ওঠা, সাইকেল চালানো, সাঁতার কাটা সবকিছুই করেন তিনি সাবলীল ভাবে। ফুটবলকে ঘিরে নানা কসরত দেখিয়ে মানুষকে মুগ্ধ করেই চলে তার দিন।