শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ধ্যায় সিরিজের শেষ ম্যাচ খেলে রাতেই দেশে ফিরবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক: [২] মিরপুর শের-ই-বাংলায় সোমবার ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ৭ ঘণ্টা পর তারা দেশের বিমান ধরবে। বাংলাদেশে ম্যাচ খেলার পর বাড়তি সময় নষ্ট করতে চায় না অস্ট্রেলিয়া। এজন্য নিজেদের চার্টার্ড বিমানে দ্রুত দেশে ফিরবে।

[৩] ঢাকায় পা রাখার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হয়নি। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ঢাকায় নেমে সরাসরি বাসে উঠে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যায়। ২৭ জুলাই থেকে তারা পুরোটা সময় জৈব সুরক্ষা বলয়ে ছিলেন। তাদের সঙ্গে ছিল বাংলাদেশ দলও। ফেরার সময়ও তাদের ইমিগ্রেশন ফেস করতে হচ্ছে না। যেভাবে এসেছিলেন সেভাবেই তারা বিমান উঠবেন। করোনা মহামারিতে সিরিজ আয়োজন করতে অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত মেনে নিয়েছিল বিসিবি।

[৪] সফলভাবে সিরিজ আয়োজন করে বিসিবিও নিজেদের চ্যালেঞ্জ জিতেছে। প্রথমবার অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশ তৃতীয় ম্যাচে জিতে নেয় সিরিজ। অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায়। আজ জিতলে মুখে কিছুটা হাসি নিয়ে দেশে ফিরতে পারবেন তারা। বাংলাদেশ শেষ ম্যাচেও জিতলে বড় গ্লানি নিয়ে ফিরতে হবে ম্যাথু ওয়েডের দলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়