শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথের চোখে হালের সেরা চার বোলার

স্পোর্টস ডেস্ক: [২] সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন স্টিভ স্মিথ। প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মোকাবেলা করেছেন বিশ্বের অনেক বাঘা বাঘা বোলারদের। অজি অধিনায়কের মতে হালের সেরা চার বোলারের সবাই পেসার। তার এই তালিকায় জায়গা পেয়েছেন জেমস অ্যান্ডারসন, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক প্রশ্ন-উওর পর্বে অংশ নিয়ে তার মতে সেরা চার বোলারের নাম উল্লেখ করেন স্মিথ। অবাক করা ব্যাপার হলো তার এই চার বোলারের তালিকায় জায়গা পাননি কোনো স্পিনার। যদিও আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব ধরনের ক্রিকেটেই দাপট আছে স্পিনারদেরও।

[৪] টেস্ট ক্রিকেট ইতিহাসে পেসারদের মধ্যে একমাত্র বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন। আর ইংলিশদের ক্রিকেট ইতিহাসে তিনি সবোচ্চ উইকেট শিকারি বোলার। বেশ কয়েকবার ইনজুরিতে পড়লেও, বয়সকে টেক্কা দিয়ে এখনও খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি শিকার করেছেন মোট ৯০৪ উইকেট। ভারতীয় বোলিং ইউনিটের সবচেয়ে বড় অস্ত্র বুমরাহ। ডানহাতি এই পেসারে নতুন বলে যেমন ব্রেক থ্রু দিতে পারেন, তেমনি ডেথ ওভারেও বেশ কার্যকরী। বিশেষ করে তার ইয়র্কার ও স্লোয়ার ব্যাটসম্যানদের জন্য বেশ বিপজ্জনক। পাঁচ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি ভারতের জার্সিতে ১৪৬ ম্যাচ খেলে শিকার করেছেন ২৫০ উইকেট।

[৫] লাইন-লেন্থের সঙ্গে গতি দিয়ে বাইশ গজ মাতিয়ে বেড়াচ্ছেন কাগিসো রাবাদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকর পর থেকে প্রোটিয়া দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র হয়ে ওঠেন এই পেসার। ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৪৭ টেস্টে তার শিকার ২১৩ উইকেট। আর ৭৯ ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন ১২২টি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৩২ টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ৯৬ উইকেট।

[৬] অস্ট্রেলিয়ান অধিনায়কের সেরা চারে জায়গা পেয়েছেন তারই সতীর্থ প্যাট কামিন্স। বর্তমান বিশ্ব ক্রিকেটে গতি আর সুইংয়ে বেশ খ্যাতি এই অজি পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তার কদর আছে ফ্র্যাঞ্চাইজি লিগেও। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি ১৪৩ ম্যাচ খেলে শিকার করেছেন ৩১২ উইকেট। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়