শাহীন খন্দকার: [২] রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেছেন। তিনি আরো বলেন,গত এক মাসে করোনা পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন।
[৩] স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, বাংলাদেশে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত এক হাজার ৬৮৩ জন মারা গেছেন। গত সাত দিনের মধ্যে গতকাল কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। গত ৩০ দিনে সংক্রমণের যে চিত্রটি আমরা দেখেছি, সেটি প্রায় কাছাকাছি অবস্থানে আছে। খুব বেশি উল্লেখ করার মতো বড় কোনো পরিবর্তন হয়নি।
[৪] গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রতিটিতে ৩০০ থেকে ৩৫০ ডোজ টিকা দেওয়া হচ্ছে। জনসমাগম হচ্ছে চার-পাঁচ গুণ বেশি। সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা বারবার সবার কাছে অনুরোধ করেছি ক্ষুদে বার্তা পাওয়ার পরে টিকা কেন্দ্রে যাওয়ার জন্য। ক্ষুদে বার্তা পেয়ে টিকা কেন্দ্রে গেলে অহেতুক জনসমাগম একেবারে বন্ধ রাখা সম্ভব।
[৫] নাজমুল ইসলাম বলেন, আমরা মনে করি, নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। আমরা যদি অযথা সেখানে ভিড় না করি, ক্ষুদে বার্তা পেয়ে টিকা দিতে যাই তাহলে জনসমাগম একেবারেই কমে আসে। আর অন্য জায়গাতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং প্রশাসনের সঙ্গে যারা কাজ করছেন তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই সমস্যার সমাধান করতে পারবো।