শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ দিনেও করোনা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেছেন। তিনি আরো বলেন,গত এক মাসে করোনা পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, বাংলাদেশে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত এক হাজার ৬৮৩ জন মারা গেছেন। গত সাত দিনের মধ্যে গতকাল কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। গত ৩০ দিনে সংক্রমণের যে চিত্রটি আমরা দেখেছি, সেটি প্রায় কাছাকাছি অবস্থানে আছে। খুব বেশি উল্লেখ করার মতো বড় কোনো পরিবর্তন হয়নি।

[৪] গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রতিটিতে ৩০০ থেকে ৩৫০ ডোজ টিকা দেওয়া হচ্ছে। জনসমাগম হচ্ছে চার-পাঁচ গুণ বেশি। সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা বারবার সবার কাছে অনুরোধ করেছি ক্ষুদে বার্তা পাওয়ার পরে টিকা কেন্দ্রে যাওয়ার জন্য। ক্ষুদে বার্তা পেয়ে টিকা কেন্দ্রে গেলে অহেতুক জনসমাগম একেবারে বন্ধ রাখা সম্ভব।

[৫] নাজমুল ইসলাম বলেন, আমরা মনে করি, নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। আমরা যদি অযথা সেখানে ভিড় না করি, ক্ষুদে বার্তা পেয়ে টিকা দিতে যাই তাহলে জনসমাগম একেবারেই কমে আসে। আর অন্য জায়গাতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং প্রশাসনের সঙ্গে যারা কাজ করছেন তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই সমস্যার সমাধান করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়