তৌহিদুর রহমান : [২] করোনা ইউনিটে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবার মান বাড়ানোর লক্ষে ২৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। জেলার ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রবিবার সকালে কর্তৃপক্ষের কাছে কনসেন্ট্রেটরগুলো হস্তান্তর করা হয়।
[৩] এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, দফতর সম্পাদক শাহজাহান সাজুসহ আরও অনেকে।
[৪]জেলার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, প্রতিটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে একসঙ্গে দুইজন মিনিটে ১০ লিটার করে অক্সিজেন নিতে পারবেন। এগুলো নিজ থেকেই অক্সিজেন উৎপন্ন করতে পারে।
[৫] পরে দুপুরে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ