রাহুল রাজ: [২] ১০৫ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের প্রতিরোধের মুখে পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু সাকিব চার ওভারে ৫০ রান দিলে টাইগারদের সব প্রচেষ্টা বালুর বাঁধের মত ভেঙ্গে যায়। ম্যাচ শেষে বাংলাদেশের শান্তনা ১০৪ রান টপকাতে অজিদের ৭ উইকেট হারাতে হয়েছে। সাকিবের এক ওভারে ত্রিশ রান তুলে জয়ের ভিত গড়ে দেন সর্বোচ্চ ৩৯ রান করা ড্যান ক্রিস্টিয়ান। ৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌচ্ছালেও অতিথিরা বুঝে গেছে কত ধানে কত চাল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে টিম টাইগার স্কোর বোর্ডে আর কিছু রান যোগ করতে পারলেই চতুর্থ ম্যাচেও হারের মুখ দেখতো হতো অজিদের।
[৩] ৫ ম্যাচ সিরিজ আগেই জিতে ফুরফুরে ম্যাজাজে কোন পরিবর্তণ ছাড়াই শনিবার মাঠে নেমেছিল রিয়াদ বাহিনী। দলের পক্ষে নাঈম ২৮, মাহাদী ২৩ ও আফিফ ২০ রান তোলেন। টাইগারদের পক্ষে ফিজ ও মাহাদী ২ টি এবং শরিফুল-নাসুম ১ টি করে উইকেট তুলতে সক্ষম হয়। মিশেল ম্যাচ সেরার দিনে ক্যাঙ্গারুদের ৩ উইকেটের জয়।