সনতচক্রবর্ত্তী: [২] সারারদেশের ন্যায় ফরিদপুর পৌরসভার টিকাদান কার্যক্রম আজ সকালে শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
[৩] মেয়র তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন মহামারী করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের করণা টিকা কার্যক্রম কে কেন্দ্র করে যে কর্মসূচি গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ও কাউন্সিলরবৃন্দ কে টিকা প্রদান করা হচ্ছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পরে তিনি কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া আগামী ১০ ই আগস্ট হতে প্রত্যেকটি ওয়ার্ড এ কর্মসূচি পালিত হবে বলে জানান।
[৪] এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুল ইসলাম মনির, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহমদ মানু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা প্রমুখ। এ সময় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।