শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জৌলুস হারাচ্ছে লা লিগা

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা, ইউরো শেষ না হতেই টোকিও অলিম্পিক গেমস শুরু হয়েছিল। খেলাধুলাপ্রিয় মানুষের চোখ ছিল অলিম্পিকে। টোকিওতে কখন কি হচ্ছে তা নিয়ে টিভির পর্দায় মেতে ছিলেন আগ্রহী দর্শক। হঠাত্ দৃশ্যপট পরিবর্তন।

আচমকা খবর এসেছে মেসি বার্সেলোনায় থাকছে না। এমন খবরে মেসিভক্তরা উত্কণ্ঠায়। বার্সেলোনা জানিয়েছে মেসি থাকছেন না। মেসির পক্ষ থেকে কিছুই বলা হয়নি। তবে প্রশ্ন উঠছে মেসি কোথায় খেলবেন। বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৬৭২টি, ৩৫টি ট্রফি দিয়েছেন মেসি। ঘরের ছেলে মেসি ঘর ছেড়ে চলে যাওয়ার খবর দুনিয়া জেনে গেছে। প্রশ্ন উঠছে মেসি যদি লা লিগায় না খেলেন তাহলে লা লিগার আকর্ষণ কি হারাবে?

এরই মধ্যে ফুটবল দুনিয়ায় চাউর হয়েছে মেসি ফরাসি লিগে খেলবেন। তার বন্ধু নেইমার আছেন সেখানে। বন্ধুর সঙ্গে খেলতে চান মেসি। সত্য-মিথ্যা পরের কথা। মেসি না থাকলে বার্সেলোনা স্পন্সর হারাতে পারে। লা লিগা হারাতে পারে স্পন্সর। জৌলুস নষ্ট হতে পারে লা লিগার।

গত দেড় দশকে নেইমার, রোনালদো, মেসি, সুয়ারেজদের সময়ে লা লিগার জনপ্রিয়তা ফুটবল দুনিয়ায় আরো বেশি ছড়িয়ে পড়েছিল। কিন্তু এসব ফুটবলাররা দল ছেড়ে অন্য দেশের লিগে চলে যাওয়ায় আস্তে আস্তে কিছুটা হলে লিগের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। মেসি, নেইমার, সুয়ারেজ বার্সার জার্সি গায়ে একসঙ্গে খেলেছেন। বার্সা ছেড়ে চলে গেছেন সুয়ারেজ, নেইমার। সুয়ারেজ লা লিগায় থাকলেও নেইমার চলে গেছেন ফরাসি দল পিএসজিতে।

মেসি নেইমারদের ছাড়াও পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন লা লিগার অন্যতম বড় আকর্ষণ। রোনালদো খেলছেন ইতালিতে। জুভেন্তাসের জার্সি গায়ে খেলছেন সিরিআতে। এবার যদি মেসি সবাইকে চমকে দিয়ে অন্য কোনো দেশের লিগে খেলতে চলে যান, সেটা হবে আরো বড় চমক এবং সেসঙ্গে এটা বলা যায়, লা লিগার জৌলুস আরো কমে যাবে। বাংলাদেশের ফুটবল দর্শক মেসি, নেইমার, রোনালদোদের পেছনেই ছুটবেন। ইত্তেফাক/

  • সর্বশেষ
  • জনপ্রিয়