শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় স্বামীর মৃত্যু, ছুরি হাতে ডাক্তার-নার্সদেরকে স্ত্রীর ধাওয়া

ডেস্ক নিউজ: চাঁদপুরে করোনায় স্বামীকে হারিয়ে হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়দের ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছেন এক নারী। একপর্যায় তিনি জ্ঞান হারিয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে পড়েন। শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৬৫) নামে এক রোগী মারা যান। এ সময় স্বামীকে হারিয়ে স্ত্রী কুলসুমা বেগম কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে ফল কাটার ছুরি হাতে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে অবস্থানকারী নার্স, ওয়ার্ড বয়সহ অন্যান্য রোগীর স্বজনদের ওপর চড়াও হন। খবর সময় টিভি, ঢাকা পোস্ট

মৃত দেলোয়ার হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের আবুল বাশারের ছেলে।

করোনা ওয়ার্ডে অবস্থানকারী প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, গত তিন-চার দিন ধরে কুলসুমা বেগম করোনায় আক্রান্ত তার স্বামীকে নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ভর্তি হওয়ার পর থেকে কোনো আত্মীয়-স্বজন তাদের খোঁজখবর নিতে দেখেননি তারা।

এতে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন কুলসুমা বেগম। এরইমধ্যে অক্সিজেন হ্রাস পেয়ে শুক্রবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী মারা যান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, চোখের সামনে স্বামীর এমন মৃত্যুর দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে ফল কাটার চাকু নিয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে দেলোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ পেয়ে তার ভাগিনা নজরুল ইসলাম হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, তার মামা দীর্ঘদিন ধরে কুয়েতে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তার শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে। এসব রোগ থেকে সুস্থ হতে সেখানে চিকিৎসা করালেও তিনি কোনোভাবেই সুস্থ হয়ে ওঠেননি। তাই কয়েক বছর আগে কুয়েত থেকে দেশে ফেরেন তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়