রাহুর রাজ: [২] এ বছরের অক্টোবর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, আয়োজক ভারত হলেও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মাটিতে।
[৩] মূল টুর্নামেন্টটি আরব আমিরাতেই হবে, তবে ১২ দল নিয়ে সুপার লিগ পর্বের খেলা শুরু হওয়ার আগে বাছাইপর্বের মোড়কীয় নাম প্রথম রাউন্ডের খেলা। যেখানে অংশ নেবে বাংলাদেশসহ ৮ টি দল, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট স্টেডিয়ামে।প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। বি গ্রুপের সেরা দুই দল পাবে মুল পর্বের টিকেট। খালি চোখে প্রতিপক্ষ বিবেচনায় মূল পর্বে জায়গা করে নেওয়াটা সহজ মনে হলেও কোনো ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
[৪] যে কারণে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের আগেই ওমানে ঘাঁটি গাড়তে চায় বাংলাদেশ দল, অন্তত ১ সপ্তাহ সেখানে ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি। শুধু পরিকল্পনা করেই বসে নেই বিসিবি, আলোচনা চালিয়ে যাচ্ছে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গেও।ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, এখন পর্যন্ত এটি স্রেফ আলোচনার পর্যায়েই রয়েছে, কোনো কিছুই চূড়ান্ত নয়। তবে যেটি চাচ্ছি, তাতে ওমান ইতিবাচক সাড়া দেবে বলে আশাবাদী আমরা, শিগগিরই জবাব দেবে ওমান ক্রিকেট বোর্ড।
[৫] ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট, ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপার ফাইনাল। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।