শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করতে চায় বাংলাদেশ

রাহুর রাজ: [২] এ বছরের অক্টোবর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, আয়োজক ভারত হলেও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মাটিতে।

[৩] মূল টুর্নামেন্টটি আরব আমিরাতেই হবে, তবে ১২ দল নিয়ে সুপার লিগ পর্বের খেলা শুরু হওয়ার আগে বাছাইপর্বের মোড়কীয় নাম প্রথম রাউন্ডের খেলা। যেখানে অংশ নেবে বাংলাদেশসহ ৮ টি দল, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট স্টেডিয়ামে।প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। বি গ্রুপের সেরা দুই দল পাবে মুল পর্বের টিকেট। খালি চোখে প্রতিপক্ষ বিবেচনায় মূল পর্বে জায়গা করে নেওয়াটা সহজ মনে হলেও কোনো ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৪] যে কারণে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের আগেই ওমানে ঘাঁটি গাড়তে চায় বাংলাদেশ দল, অন্তত ১ সপ্তাহ সেখানে ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি। শুধু পরিকল্পনা করেই বসে নেই বিসিবি, আলোচনা চালিয়ে যাচ্ছে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গেও।ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, এখন পর্যন্ত এটি স্রেফ আলোচনার পর্যায়েই রয়েছে, কোনো কিছুই চূড়ান্ত নয়। তবে যেটি চাচ্ছি, তাতে ওমান ইতিবাচক সাড়া দেবে বলে আশাবাদী আমরা, শিগগিরই জবাব দেবে ওমান ক্রিকেট বোর্ড।

[৫] ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট, ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপার ফাইনাল। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়