শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার জিতলেই সিরিজ বাংলাদেশের, ঘুরে দাঁড়াতে মরিয়া আহত অস্ট্রেলিয়া

এল আর বাদল: [২] টাইগারদের ক্রিকেটাকাশে জমে থাকা মেঘ যেনো ধীরে ধীরে সরতে শুরু করেছে। বিশ্বজুড়ে চলমান প্যান্ডমিকে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে গিয়ে যে খেল দেখালো, সেখান থেকেই মূলত মেঘ সরে যেতে শুরু করে। জিম্বাবুয়ানদের মাটিতে ওদেরই কুপোকাৎ করে প্রথমবারের মতো তিন তিনটি সিরিজ জিতে দেশে ফিরে টাইগার সেনারা। জয়ের ধারাবাহিকতা কখনওই বজায় রাখতে পারে না লাল-সবুজের দল। এটা নিয়মে পরিণত হলেও এবারই তারা ব্যতিক্রম। টাইগারবাহিনী অপবাদমুক্ত হলো জিম্বাবুয়ের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দুই ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে।

[৩] এবার সিরিজ জয়ের স্বপ্ন বুনছেন ক্রিকেটাররা। পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশের প্রয়োজন বাকি তিন ম্যাচে একটি জয়। সিরিজ জিতলে অস্ট্রেরিয়ার বিরুদ্ধে ইতিহাস গড়া হবে টাইগারদের। শুক্রবার (০৬ আগস্ট) মিরপুরের সবুজ গালিচায় সন্ধ্যা ৬টায় মঞ্চায়ণ হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সিরিজের তৃতীয় ম্যাচ।

[৪] আইসিসির স্বীকৃতি পাওয়ার পর ১৫ বছর বয়স হয়ে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটের। এই সময়টায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল মাত্র ৪ ম্যাচে। সব ম্যাচেই জিতেছিল অজিরা। ওই সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নিজেদের ভালো দল হিসেবে প্রমাণে ব্যর্থ হওয়াটাও দ্বিপক্ষীয় সিরিজ না খেলার কারণ।

[৫] এবার এক সিরিজেই ৫ ম্যাচ। চার ম্যাচ হারের বিপরীতে ইতোমধ্যে দুটি জয় এসেছে বাংলাদেশের। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত পরাজয়গুলোর প্রতিশোধ নেওয়ার এটাই মোক্ষম সময়। সাকিব-মাহমুদুল্লাহরা পারবেন বলেও তাদের বিশ্বাস। তবে অস্ট্রেলিয়া আজ ঘুরে দাঁড়াতে চাইবেন। দুই ম্যাচ হারের পর নিজ দেশেই ভীষণ সমালোচনার মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। যার পরনাই লড়াই করবেন বাকি তিন ম্যাচ। সিরিজ জেতারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়