শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির চুক্তি ও ফেরার অপেক্ষায় আছি: পিকে

স্পোর্টস ডেস্ক: [২]বয়সভিত্তিক দল থেকেই লিওনেল মেসির সঙ্গে মাঠ মাতাচ্ছেন পিকে। ফুটবল ক্যারিয়ারের সিংহভাগ সময় মাঠে থেকেই উপভোগ করেছেন এই ক্ষুদে জাদুকরকে। সেই পিকেই এবার অপেক্ষায় আছেন মেসির। সব জল্পনার অবসান ঘটিয়ে ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হবেন এই আর্জেন্টাইন, এমনটাই আশা ব্যক্ত করেছেন জেরার্ড পিকে।

[৩] আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা দীর্ঘদিনের। পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাতালান ক্লাবটিতে কাটিয়েছেন আর্জেন্টােইন তারকা। তবে গত মাসে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে মেসির। ক্লাবে থাকা মোটামুটি নিশ্চিত হলেও এখন পর্যন্ত স্বাক্ষর হয়নি নতুন চুক্তি।

[৪] মেসির দীর্ঘদিনের সতীর্থ জেরার্ড পিকে জানিয়েছেন, বার্সার সঙ্গে মেসির চুক্তির অপেক্ষায় আছেন তারা। তিনি বলেছেন, আমরা তার চুক্তির জন্য ও তাকে আমাদের সঙ্গে পেতে অপেক্ষায় আছি। আমি আশা করি সে ফেরার ব্যাপারে নিশ্চিত।

[৫] গত মৌসুমে কোপা দেলরের শিরোপা জিতেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় ফিরেছে শূন্য হাতে। ওই মৌসুুমকে ভালো বলতে রাজি নন পিকে। তিনি বলছেন, আগামী মৌসুমে তাদের পারফরম্যান্সের ভিত্তি হবে লা লিগা।

[৬] পিকে বলেন, এটা সত্যিই দারুণ সংবাদ যে দর্শকরা স্টেডিয়ামে ফিরছে। গত বছরটা খুব বেশি ভালো ছিল না যদিও আমরা একটা ট্রফি জিতেছি। লা লিগা অথবা চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া কোনো বছরকে ভালো বলতে পারি না।

[৭] তিনি আরও জানান, এখানে আসলে অনেক ইচ্ছের দরকার। লিগটা আমাদের জন্য পুরো মৌসুমের ভিত্তি। যদি আমরা এটাতে ভালোভাবে এগিয়ে যেতে পারি তাহলে অন্য টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডগুলোকেও পার করতে পারবো। এবং মার্চ বা এপ্রিলের দিকে গিয়ে শিরোপা দৌড়ে থাকবো।- গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়