শিরোনাম
◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু ◈ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর ◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের বোয়ালমারী সড়ক দুর্ঘটনায় নিহত ১

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর খাঁ বাড়ি মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

[৩] রবিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।এ সময় ঘাতক ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেল আরোহী নিহত সৌরভের কাকাতো ভাই চয়ন বণিক জানায়, উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের চাউল ব্যবসায়ী হরিপদ বণিকের ছেলে সৌরভ বণিক বোয়ালমারী বাজার থেকে চাউলের বস্তা সেলাইয়ের সুতা কিনে রবিবার দুপুর ১টার দিকে রুপাপাত যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর খাঁ বাড়ি মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সৌরভ বণিক নিহত হয়।

[৪] এ সময় আমিসহ আমার অপর আরেক চাচাতো ভাই আহত হই। স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞানব্রত শুভ্র জানান, সৌরভকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে আমরা মৃত অবস্থায় পাই।

[৫] অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে সৌরভের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়