শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের বোয়ালমারী সড়ক দুর্ঘটনায় নিহত ১

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর খাঁ বাড়ি মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

[৩] রবিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।এ সময় ঘাতক ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেল আরোহী নিহত সৌরভের কাকাতো ভাই চয়ন বণিক জানায়, উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের চাউল ব্যবসায়ী হরিপদ বণিকের ছেলে সৌরভ বণিক বোয়ালমারী বাজার থেকে চাউলের বস্তা সেলাইয়ের সুতা কিনে রবিবার দুপুর ১টার দিকে রুপাপাত যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর খাঁ বাড়ি মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সৌরভ বণিক নিহত হয়।

[৪] এ সময় আমিসহ আমার অপর আরেক চাচাতো ভাই আহত হই। স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞানব্রত শুভ্র জানান, সৌরভকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে আমরা মৃত অবস্থায় পাই।

[৫] অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে সৌরভের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়