সাকিবুল আলম: [৩] কয়েকশো সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সিডনি প্রশাসন। শহরটিতে জুন মাস থেকেই ডেল্টা ভেরিয়েন্টের প্রকোপ শুরু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে ৩ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে ৯ জনের। বিবিসি
[৪] সোমবার থেকে লকডাউন কার্যকরে মাঠে নামবে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী। এর আগে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের মধ্য দিয়ে যাবে তারা। তবে অস্ট্রেলিয়ার অনেক নাগরিক সামরিক বাহিনীকে লকডাউন পরিস্থিতিতে সম্পৃক্ত করার সিদ্ধান্তের সমালোচনা করেছে।
[৫] কমপক্ষে ২৮ আগষ্ট পর্যন্ত লকডাউন চলবে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাঁচ সপ্তাহব্যাপী লকডাউন দেওয়ার পরও অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
[৬] শুক্রবার সিডনিতে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭০। সরকার সাধারণ মানুষের জন্য ৬.২ মাইলের ভ্রমণ সীমা নির্ধারণ করে দিয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী