শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২১ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন বাগেরহাটে মোরেলগঞ্জে, ভারী ভষর্ণে মৎস্য ঘেরের ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেখ সাইফুল ইসলাম: [২] শেখ সাইফুল ইসলাম কবির :সাগরে সৃষ্ট লঘুচাপ ৩দিনের টানা ভারী বর্ষণ ও ঝড়োহাওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লী বিদুৎতের খুটি ভেঙ্গে পড়ে ২১ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির নিচে নিমজ্জিত ৮ হাজার মৎস্য ঘের। এতে চাষিদের প্রায় ৬ কোটি টাকার মাছ ভেসে গেছে। লন্ড ভন্ড গাছ পালা বিধস্ত অর্ধশতাধিক কাচা-পাকা বাড়িঘর। ১০ হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে, বসতঘরে চাপা পড়ে আহত হয়েছে দুই জন। ১৫০ হেক্টর আমন বীজতলা ক্ষতির সম্ভাবনা। প্রভাবশালীদের খালে বাঁধের কারনে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

[৩] খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌর শহরে সোমবার থেকে একটানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পবিার ৫টা পর্যন্ত গোটা শহর ছিলো বিদ্যুৎ বিচ্ছিন্ন।

[৪] পল্লী বিদ্যুৎতের ৩৩ কেভি ৮/১০টি বৈদ্যতিক খুটি পাঁচগাও আমতলী, সানকিভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় গাছ পড়ে খুটি ভেঙ্গে পড়েছে। মোরেলগঞ্জ শহরে সাবমেরিন ক্যাবলের মাথা ভেঙ্গে বিধস্ত হয়েছে। রাত ২টা থেকে ৬টা পর্যন্ত মেরামতের কাজ সম্পন্ন করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ ছাড়াও বাগেরহাট গ্রীড থেকে সানকিভাঙ্গা পর্যন্ত লাইন চেকিং কাজ চলমান রেখেছে বলে জানিয়েছেন ডিজিএম এবিএম মিজানুর রহমান।

[৫] নদীর তীরবর্তী বহরবুনিয়া, হোগলাবুনিয়া, পঞ্চকরণ, তেলিগাতি, বারইখালী, বলইবুনিয়া, মোরেলগঞ্জ সদর, নিশানবাড়িয়া ও জিউধরায় ভারী বর্ষণে অতিরিক্ত পানিতে ৮ হাজার মৎস্য ঘের পানির নিচে তলিয়ে গেছে মৎস্য ঘেরের ভেরি ধসে গিয়ে বেড়িয়ে গেছে বাগদা, গলদা, বিভিন্ন প্রজাতির সাদামাছ। এতে ঘের ব্যবসায়ীরা লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে। লন্ড ভন্ড হয়েছে গাছ পালা, গাছ পড়ে অর্ধ শতাধিক কাঁচা-পাকা ঘর বিধস্ত হয়েছে। সম্পূর্ণ বিধস্ত জিউধরা ইউনিয়নের কাকড়াতলি, বহরবুনিয়ার উত্তর ফুলহাতা ও গোলবুনিয়া গ্রামের ৩টি বসতঘর। ঘর চাপা পড়ে গুরুত্বর আহত হয়েছে ইমাম শেখ (৫৫) ও লোকমান শিকদার (২৮) নামের দুই কৃষক। পানিবন্দি হয়ে পড়েছে জিউধরার ২৯ গ্রাম, বহরবুনিয়ার ৬, পঞ্চকরণের ২, তেলিগাতির ২, খাউলিয়ায় ১৬, বারইখালী ৮, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৩ গ্রামসহ শতাধিক গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। অবকাঠামোরও ক্ষতি হয়েছে ৫৭ লাখ টাকার। সব মিলিয়ে টাকার অংকে চাষিদের ৬ কোটি ৬৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি চিংড়ি চাষিদের।

[৬] ওয়াবদা বেড়িবাঁধ এলাকায় ১৫০ হেক্টর জমিতে আমন বীজতলা পানিতে নিমজ্জিত হওয়ায় ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় প্রভাশালীরা সরকারি রেকর্ডীও খাল বন্ধ করে রেখে পানি চলাচল বাঁধাগ্রস্ত করছে। সুইজগেটগুলো খোলা থাকলেও জলাবদ্ধ পানি বের হতে এক সপ্তাহেরও বেশি সময় লেগে যেতে পারে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দরা জানিয়েছেন।

[৭] স্থানীয়দের অভিযোগ জিউধরা, বহরবুনিয়া বটার খাল, ডেনাতলা, উত্তর ফুলহাতা মাঝের খাল, নোনা খাল, শনিরজোর, কাজি মার্কেটের খাল, ঘষিয়াখালী কবিরাজবাড়ি খালসহ বিভিন্ন ইউনিয়নে সরকারি রেকর্ডীও খালগুলোতে বাঁধ সৃষ্টি করায় পানি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ বাঁধগুলো অতি দ্রুত অপসারণ করে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

[৮] মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া আজিজুল ইসলাম বলেন, যে কোনো দুর্যোগেই আমাদের অনেক ক্ষতি হয়। চাষাবাদের উপর নির্ভর করেই আমাদের এলাকার বেশিরভাগে মানুষ জীবিকা-নির্বাহ করেন। টানা বৃষ্টিতে এলাকার বেশিরভাগ পুকুর-ঘের ভেসে গেছে। ইয়াসের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আমরা আবার ক্ষতির মুখে পড়লাম। অন্তত ১০ হাজারের বেশি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে, প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। চিংড়ি চাষিদের টিকিয়ে রাখতে হলে সরকারের নীতিমালা বাস্তবায়ন ও সরকারের সার্বিক সহযোগীতার বিকল্প নেই বলে জানান তিনি।

[৯] উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বলেন, ৩দিনের ভারী বর্ষণে আমন বীজতলায় স্থায়ীভাবে পানি জমে থাকলে ১৫০ হেক্টর বীজতলার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

[১০] উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, মৎস্য ইউনিয়নগুলোতে খোঁজ নিয়ে ক্ষতির নিরুপণ করা হচ্ছে। প্রায় ৫ হাজার মৎস্য ঘের তলিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে খোঁজ নিয়ে জানাগেছে।

[১১] পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনালের ডিজিএম এবিএম মিজানুর রহমান বলেন, ৩৩ কেভি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন এলাকা গাছ পড়ে যাওয়া তার থেকে দ্রুত গতিতে গাছ অপসারণ করা হচ্ছে। বিকেল ৫টার মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে পারবে বলে জানিয়েছেন।

[১২] উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ভারী বর্ষণ ও জড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় খোঁজ খবর নিয়ে তালিকা করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতির নিরুপণ করে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হবে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়