শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেগাসাসের অফিসে তল্লাশি চালালো ইসরায়েল সরকার

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশটির সরকার পেগাসাস অ্যাপ নির্মাণকারী এনএসও গ্রুপের অফিসে তদন্তকারী দল পাঠিয়ে তল্লাশি করে। টুইটে হিব্রু ভাষায় বলা হয়েছে তল্লাশির সময় একাধিক ইসরায়েলি সংস্থার প্রতিনিধিরা এনএসও কোম্পানিতে গিয়ে তাদের কাজকর্ম খতিয়ে দেখে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বৈধতা, সত্যতা বিচার করতেই এ তল্লাশি চালানো হয়েছে। জেরুজালেম পোস্ট

[৪] গার্ডিয়ান বলছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়নি, কোন সংস্থা, প্রতিষ্ঠান ওই কোম্পানির অফিসে গিয়েছিল, ঠিক কীসের খোঁজে, জানায়নি তারা। এনএসও দাবি করছে ইসরায়েলি কর্তৃপক্ষের তদারকিতে তারা বৈধভাবে কাজ করছে।

[৩] ইসরায়েলের দ্রুত বর্ধনশীল খাত হিসেবে প্রযুক্তি পরিষেবা রপ্তানি যাতে হোঁচট না খায়, এর সুনাম বিনষ্ট না হয় সেকারণেই এ তল্লাশি। এনএসও গোষ্ঠী যদি ইসরায়েলের প্রযুক্তি খাতের বদনাম করে তা দেশটির আর্থিক স্বার্থ বিঘ্ন করতে পারে।

[৪] তবে এনএসও গোষ্ঠীর সিইও শালেভ হুলিও তল্লাশিকে স্বাগত জানিয়ে বলেছেন এতে তার কোম্পানির অবস্থান সঠিক প্রমাণিত হবে।

[৫]এনএসও-র দাবি, জাতীয় সুরক্ষার ব্যাপার ছাড়া অন্য ক্ষেত্রে আড়ি পাতার সফটওয়্যারের ব্যবহার তারা অনুমোদন করে না।

[৬] কিন্তু কোনো দেশের সরকার যদি এনএসও’র অগোচরে এধরনের প্রযুক্তির অপব্যাবহার করে তাহলে ভিন্ন কথা।

[৭] অ্যামেনেস্টি বলেছে, তাদের ও কয়েকটি সংবাদপত্রের হাতে যে ৫০ হাজার নামের তালিকা এসেছে, সেটি বৈধ যা প্রমাণ করছে, পেগাসাসের অপব্যবহার অনেক ব্যাপক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়