শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেগাসাসের অফিসে তল্লাশি চালালো ইসরায়েল সরকার

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশটির সরকার পেগাসাস অ্যাপ নির্মাণকারী এনএসও গ্রুপের অফিসে তদন্তকারী দল পাঠিয়ে তল্লাশি করে। টুইটে হিব্রু ভাষায় বলা হয়েছে তল্লাশির সময় একাধিক ইসরায়েলি সংস্থার প্রতিনিধিরা এনএসও কোম্পানিতে গিয়ে তাদের কাজকর্ম খতিয়ে দেখে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বৈধতা, সত্যতা বিচার করতেই এ তল্লাশি চালানো হয়েছে। জেরুজালেম পোস্ট

[৪] গার্ডিয়ান বলছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়নি, কোন সংস্থা, প্রতিষ্ঠান ওই কোম্পানির অফিসে গিয়েছিল, ঠিক কীসের খোঁজে, জানায়নি তারা। এনএসও দাবি করছে ইসরায়েলি কর্তৃপক্ষের তদারকিতে তারা বৈধভাবে কাজ করছে।

[৩] ইসরায়েলের দ্রুত বর্ধনশীল খাত হিসেবে প্রযুক্তি পরিষেবা রপ্তানি যাতে হোঁচট না খায়, এর সুনাম বিনষ্ট না হয় সেকারণেই এ তল্লাশি। এনএসও গোষ্ঠী যদি ইসরায়েলের প্রযুক্তি খাতের বদনাম করে তা দেশটির আর্থিক স্বার্থ বিঘ্ন করতে পারে।

[৪] তবে এনএসও গোষ্ঠীর সিইও শালেভ হুলিও তল্লাশিকে স্বাগত জানিয়ে বলেছেন এতে তার কোম্পানির অবস্থান সঠিক প্রমাণিত হবে।

[৫]এনএসও-র দাবি, জাতীয় সুরক্ষার ব্যাপার ছাড়া অন্য ক্ষেত্রে আড়ি পাতার সফটওয়্যারের ব্যবহার তারা অনুমোদন করে না।

[৬] কিন্তু কোনো দেশের সরকার যদি এনএসও’র অগোচরে এধরনের প্রযুক্তির অপব্যাবহার করে তাহলে ভিন্ন কথা।

[৭] অ্যামেনেস্টি বলেছে, তাদের ও কয়েকটি সংবাদপত্রের হাতে যে ৫০ হাজার নামের তালিকা এসেছে, সেটি বৈধ যা প্রমাণ করছে, পেগাসাসের অপব্যবহার অনেক ব্যাপক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়