জাহাঙ্গীর লিটন: [২] লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত মূমূর্ষ রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিবে "আরজুমনি অক্সিজেন ব্যাংক"।
[৩] স্বেচ্ছাসেবার এ কার্যক্রম বৃহস্পতিবার (২৯জুলাই) রাত থেকে শুরু হয়েছে।
[৪] এদিন রাত সাড়ে ৮টায় স্বেচ্ছাসেবা এ কার্যক্রমটি উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহামুদুন্নবী সোহেল এর উদ্যেগে স্থানীয় একদল স্বেচ্ছাসেবী সেবামূলক এ কার্যক্রম বাস্তবায়ন করবে। জেলার যেকোন এলাকা থেকে জরুরী অক্সিজেন সেবার প্রয়োজনে এ স্বেচ্ছাটিমের সাথে যোগাযোগের হটলাইন নম্বর ০১৬১৯৩৮৫২১২।
[৫] কার্যক্রমটির বিষয়ে উদ্যেক্তা চৌধুরী মাহামুদুন্নবী সোহেল জানান, সময়ের প্রয়োজনে জরুরীভাবে ফ্রি অক্সিজেন সেবার কাজটি সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্যোগ নিয়েছি। মানবিক সেবার এ আয়োজনটিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির সহধর্মীনি আরজুমনির নামানুসারে নামাকরণ করা হয়েছে।
[৬] কার্যক্রমটির উদ্বোধক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, ফ্রি অক্সিজেন সেবার এ কার্যক্রমটি নিঃসন্দেহে প্রশংসার। এ কাজের উদ্যেক্তা মাহামুদুন্নবী সোহেল যেন শেষ অবধি স্বেচ্ছাসেবার এ কাজটি এগিয়ে নিতে পারে সেজন্য সকলের সহযোগীতা ও দোয়া আহ্বান করেন তিনি। সম্পাদনা: হ্যাপি