মেহেদী হাসান: [২] নরসিংদীর রায়পুরায় ৫ কেজি গাাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন রায়পুরা থানার পুলিশ। সাথে মাদক ব্যবসায়ীদের ব্যবহ্রত একটি প্রাইভেট কারসহ একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে।
[৩] আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- উপজেলার হাটুভাঙ্গা কান্দাপাড়ার সুমন ইব্রাহিম পাশ্ববর্তী বেলাবো উপজেলারর মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়ীয়া জেলার ফরিদ মিয়ার ছেলে সোহেল রানা এবং কুমিল্লা জেলার সদরের আনোয়ারের ছেলে সোহেল মিয়া।
[৪] রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার জানান, গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিরগজ্ঞ পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই আতিক স্গংীয় ফোর্স নিয়ে হাটুভাঙ্গা এলাকা থেকে উল্লেখিত গাঁজাসহ ৪ জনকে আটক করেন। এর সাথে তাদেও ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মটর সাইকেল জব্দ করেন। তাদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি