সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। মাদক পাচারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে দুজনকে। তারা হলেন- মোহাম্মদ আলী (৪৫) ও শহীদ (৩২)।
[৩] বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১০ একটি দল।
[৪] এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, অভিযানকালে উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। গাঁজা ছাড়াও আটকদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কার্গো ট্রাক, মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র্যাব জানতে পেরেছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবারহ করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।