মাসুদ আলম : [২] র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) জিয়াউর রহমান বলেন, বুধবার সাভার মডেল থানা এলাকা থেকে ১১ বছর বয়সী শিশু স্বপ্না উদ্ধার করে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত মোছাদ্দেক আলমকে (২৯) গ্রেপ্তার করা হয়।
[৩] তিনি আরও বলেন, মোছাদ্দেক প্রলোভন দেখিয়ে শিশুটিকে গত শনিবার সাভার মডেল থানার পলো মার্কেটের সামনে থেকে অপহরণ করে। পরে সে শিশুটিকে ট্রাকে করে দিনাজপুর জেলার বিরামপুর থানার ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে আটকে রাখে। এ সময় সে শিশুটির বাবা মার কাছে টাকা দাবি করে। এরপর সে শিশুটিকে নিয়ে ট্রাকে করে সাভার এলাকায় চলে আসে। মুক্তিপণ না দিলে অপহৃত শিশুকে মেরে ফেলার হুমকিও দেয় চক্রটি।