শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিচ দেখে ভীষণ চটেছেন কাইরন পোলার্ড

স্পোর্টস ডেস্ক: [২] তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে ওয়ানডে সিরিজ হেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বার্বাডোজে। তবে ঘরের মাঠে এই সিরিজের পিচ দেখে চরম ক্ষুব্ধ ক্যারিবীয়রা। সিরিজ শেষে স্বাগতিক অধিনায়ক কাইরন পোলার্ড তার ক্ষোভ ঝেড়েছেন পিচ নিয়ে।

[৩] সিরিজের প্রথম ম্যাচে ১২৩ রানে অলআউট হয়ে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচেই উইকেট সময়ের সাথে সাথে ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়েছে। শেষ ম্যাচে এই সুবিধা কাজে লাগিয়েছে অজি স্পিনাররা।

[৪] আর তাইতো বিষয়টি কোনোমতেই মেনে নিতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ড। বার্বাডোজের উইকেটকে আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত নয় বলছেন এই ক্যারিবিয়ান অধিনায়ক।

[৫] ম্যাচ শেষে পোলার্ড বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটা মেনে নেওয়া যায় না। আগের দুই ম্যাচেও পিচে সংগ্রাম করতে হয়েছে, আর এই ম্যাচের উইকেট তো আন্তর্জাতিক ক্রিকেটে অগ্রহণযোগ্য।

[৬] যদিও এই অভিযোগকে সিরিজ হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ উইন্ডিজ অধিনায়ক। তিনি বলেন, আমরা একে অজুহাত বানাচ্ছি না। মেনে নিচ্ছি যে আমরা খুব বাজে ব্যাটিং করেছি। তবে সেন্ট লুসিয়া থেকে এখানে এসে এমন উইকেটে খেলা সত্যিই খুব হাস্যকর ছিলো।

[৭] উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফর শেষে ঘরের মাঠেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা। আর অন্যদিকে অজিরা আসবে বাংলাদেশ সফরে, পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়