শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিচ দেখে ভীষণ চটেছেন কাইরন পোলার্ড

স্পোর্টস ডেস্ক: [২] তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে ওয়ানডে সিরিজ হেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বার্বাডোজে। তবে ঘরের মাঠে এই সিরিজের পিচ দেখে চরম ক্ষুব্ধ ক্যারিবীয়রা। সিরিজ শেষে স্বাগতিক অধিনায়ক কাইরন পোলার্ড তার ক্ষোভ ঝেড়েছেন পিচ নিয়ে।

[৩] সিরিজের প্রথম ম্যাচে ১২৩ রানে অলআউট হয়ে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচেই উইকেট সময়ের সাথে সাথে ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়েছে। শেষ ম্যাচে এই সুবিধা কাজে লাগিয়েছে অজি স্পিনাররা।

[৪] আর তাইতো বিষয়টি কোনোমতেই মেনে নিতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ড। বার্বাডোজের উইকেটকে আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত নয় বলছেন এই ক্যারিবিয়ান অধিনায়ক।

[৫] ম্যাচ শেষে পোলার্ড বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটা মেনে নেওয়া যায় না। আগের দুই ম্যাচেও পিচে সংগ্রাম করতে হয়েছে, আর এই ম্যাচের উইকেট তো আন্তর্জাতিক ক্রিকেটে অগ্রহণযোগ্য।

[৬] যদিও এই অভিযোগকে সিরিজ হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ উইন্ডিজ অধিনায়ক। তিনি বলেন, আমরা একে অজুহাত বানাচ্ছি না। মেনে নিচ্ছি যে আমরা খুব বাজে ব্যাটিং করেছি। তবে সেন্ট লুসিয়া থেকে এখানে এসে এমন উইকেটে খেলা সত্যিই খুব হাস্যকর ছিলো।

[৭] উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফর শেষে ঘরের মাঠেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা। আর অন্যদিকে অজিরা আসবে বাংলাদেশ সফরে, পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়