শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়া থেকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেপ্তার 

রাজু চৌধুরী: [২] চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৩] সোমবার (২৬ জুলাই) সকালে র‌্যাব অভিযান চালিয়ে পটিয়ার বাদামতল এলাকা থেকে ধর্ষক শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। আটককৃত আসামী কচুয়াই ইউনিয়নের মো. আলমের পুত্র।

[৪] জানা যায়, গত ১০ জুলাই পটিয়ার ছনহরা ইউনিয়নের গোয়াতলি এলাকায় এক তরুণীকে (২১) দিনভর ধর্ষণ করে শাহাদাত হোসেন। এরপর রাতে তাকে হত্যা করার জন্য ছুরি দিয়ে পেঠে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তরুনীকে রাস্তার পাশে নাড়িভূড়ি বের হয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পটিয়া থানায় একটি ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে এরপর র‌্যাব এই ঘটনার ব্যাপারে ছায়াতদন্ত শুরু করে।

[৫] র‌্যাব -৭ চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার শাহাদাত হোসেনকে পটিয়া থানাধীন বাদামতল এলাকা থেকে গ্রেপ্তার  করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে, ভিকটিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান র‌্যাব -৭ এর এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়