সালেহ্ বিপ্লব, ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ওমরাহ করতে হলে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন এন্ড জনসনের সম্পূর্ণ টিকা নিতে হবে। আর ৯টি দেশের জন্য বিশেষ শর্ত দেয়া হয়েছে। এই দেশগুলো থেকে যারা ওমরাহ করতে যাবেন, তাদের অবশ্যই তৃতীয় কোনো দেশে ১৪ দিন কোয়ারেন্টাইন করে আসতে হবে। দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন। সৌদি গেজেট
[৩] চাঁদ দেখা সাপেক্ষে হিজরি সন ১৪৪৩ শুরু হবে আগামী ৯ বা ১০ আগস্ট। নতুন বছরের প্রথম দিন থেকে বিশ্বের মুসলমানদের মহাআরাধ্য এই ইবাদতের পথ খুলতে যাচ্ছে সৌদি সরকার। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, ওমরাহ পালনকারিদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। হারামাইন শরিফাইন
[৪] হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি বলেন, ওমরাহ পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। আল আরাবিয়া
[৫] আল-ওমাইরি জানান, ৬ হাজার ওমরাহ এজেন্সি এবং ৩০টি ওয়েবসাইট সারাবিশ্ব থেকে বুকিং নিচ্ছে।
[৬] কোভিড মহামারির আগে ২০১৯ সালে হজ পালন করেছেন প্রায় ২৫ লাখ মানুষ। আর প্রায় ১ কোটি মানুষ ওমরাহ পালন করেছেন।