মঈন উদ্দীন: [২] বিভাগে সুস্বাদু আম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন শুধু রাজশাহীর আম বলতে ফজলী, সুরমা ফজলী আমের পাশাপাশি আসিনা জাতের আম রয়েছে বাজারে। তবে, রাজশাহী চারঘাট পুঠিয়া আড়ানী নন্দনগাছি এবং বাঘা সহ বেশ কিছু এলাকাতে বাগান গুলোই আমে ভর্তি গাছ।
[৩] আমের ওজনে গাছ গুলো মাটিতে ঠেকে গেছে। এদিকে আশ্বিনা আমের বাগান গুলোতে বেশ কিছু বাগানে প্যাকেটজাত করা হয়েছে। এতে করে আশ্বিনা আমের রং দেখতে সুন্দর হবে বলে জানিয়েছেন আম ব্যবসায়ীরা।
[৪] পরবর্তীতে প্যাকেট খুলে আম নামানোর সিধান্ত নিবে আম বাগান মালিকরা।