শিরোনাম
◈ ট্রেনের ধাক্কায় ফরিদপুরে পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ ◈ লুকিয়ে ফোন ব্যবহার করায় হাতুড়ি দিয়ে ১০ শিক্ষার্থীর মোবাইল ভাঙলেন শিক্ষক ◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমেদ (২৮) রাজধানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়।

[৩] এর আগে বুধবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে আহত করে।

[৪] সৈয়দ মাসুম আহমেদ শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ মাসুম আহমে। তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু।

[৫] নিহতের চাচা মোফাজ্জল হোসেন জানান, বুধবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ছাত্রলীগ নেতা মাসুম আহমেদের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির অন্য ঘরগুলোর দরজার ছিটকিনি ঘরের বাহির থেকে বন্ধ করে দেয়। মাসুম ঘরের ভেতর প্রবেশ করামাত্রই অজ্ঞাতনামা আসামীরা তাকে মারধর ও মাথায় আঘাত করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

[৬] পরে আহত অবস্থায় মাসুমকে স্থানীয় আলহেরা হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর পরামর্শ দেন। সেখান থেকে তাকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।

[৭] শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় নিহত মাসুমের চাচা থানায় অভিযোগ করেছেন। ইতোমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়