শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৮:৩৪ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাঁধের চোট শ্রেয়স আইয়ারকে ছিটকে দিলো ইংল্যান্ডের টুর্নামেন্ট থেকে

স্পোর্টস ডেস্ক : [২] কাঁধের চোট ফের ভোগাল শ্রেয়স আইয়ারকে। গত মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। সেই চোটের কারণেই ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে রয়্যাল লন্ডন কাপ নামক ৫০ ওভারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন শ্রেয়স। অস্ত্রোপচার করা অবস্যম্ভাবী হয়ে পড়েছে। এই চোটের জন্যই আইপিএল থেকে ছিটকে গেছিলেন তিনি। করোনার জেরে টুর্নামেন্ট অবশ্য মাঝপথে বন্ধ হয়ে যায়। অক্টোবরে আবার শুরু হওয়ার কথা, তাই চোট সারিয়ে সেখানে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল তার। কিন্তু অস্ত্রোপচারের ফলে আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

[৩] ল্যাঙ্কাশায়ার ক্লাব এবং বিসিসিআই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে শ্রেয়স এখন ভারতেই থাকবেন এবং অস্ত্রোপচার করিয়ে রিহ্যাব করবেন। ল্যাঙ্কাশায়ার ক্লাবের ক্রিকেটিং ডিরেকটর পল অ্যালট বলেছেন, আমরা অবশ্যই হতাশ, এমিরেটস ওল্ড ট্রাফোর্ডের মাঠে ওঁকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু শ্রেয়স আইয়ারের দীর্ঘমেয়াদি ফিটনেস সবথেকে গুরুত্বপূর্ণ, তাই এই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।

[৪] পল অ্যালট আশা করছেন, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ডানহাতি ব্যাটসম্যানটি এবং ভবিষ্যতে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে। শ্রেয়স নিজে বলছেন, এত ইতিহাস এবং ঐতিহ্য থাকা ল্যাঙ্কাশায়ারের হয়ে এই গ্রীষ্মে খেলতে না পেরে মর্মাহত। ভবিষ্যতে কোনও এক সময় খেলব বলে আশা করছি। - আজকাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়