শিরোনাম
◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও) ◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ গণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০০ তম ম্যাচে শূণ্যরানে আউট হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নাম লেখালেন লারা-গিলক্রিস্ট-মালিক-রাজ্জাকদের পাশে

স্পোর্টস ডেস্ক: [২] নিজের দুইশতম ওয়ানডে ম্যাচে অনেকদিন পর বল হাতে ২ উইকেট নিয়ে রাঙিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ব্যাট হাতে একেবারেই ব্যর্থ। কোনও রান না করেই ফিরলেন সাজঘরে। সেটাও গোল্ডেন ডাক, মানে প্রথম বলেই আউট।

[৩] হারারেতে ২৯৯ রানের লক্ষ্যে নেমে তামিম দারুণ সেঞ্চুরিতে জবাব দিয়েছেন। তবে এদিন টিরিপানোকে প্রথম বলেই উইকেট উপহার দেন মাহমুদউল্লাহ। একটু ভেতরে ঢোকানো বলে ব্যাট লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০তম ম্যাচ খেলতে নামলেও ব্যাট হাতে রাঙাতে পারলেন না মাহমুদউল্লাহ। দীর্ঘ পথ হতাশ হয়ে ফিরতে হয় তাকে।

[৪] অবশ্য নিজের ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে ডাক মারা একমাত্র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ নন। এর আগে ৮ ক্রিকেটার এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজেদের জড়িয়ে নিয়েছেন। সবার আগে এমন রেকর্ডে নাম লেখান শ্রীলঙ্কার রোশান মোহানামা। ভারতের বিপক্ষে ১৯৯৮ সালে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নেমে ডাক মারেন।

[৫] ৪ বছর পর ব্রায়ান লারা নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে একই আক্ষেপকে সঙ্গী করেন। এরপর অ্যাডাম গিলক্রিস্ট, ক্রিস ক্রেইনস, আব্দুর রাজ্জাক, হরভজন সিং, শোয়েব মালিক ও মার্লন স্যামুয়েলস নিজেদের ২০০তম ওয়ানডে খেলতে নেমে রানের খাতা খুলতে পারেননি।তবে তাদের মধ্যে গোল্ডেন ডাক পেয়েছেন তিনজন। এই ছোট্ট তালিকায় মাহমুদউল্লাহর সঙ্গী রোশান ও রাজ্জাক। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়