মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাবেগম রওশন এরশাদ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু খ্যাতনামা সাংবাদিক সাইমন ড্রিং এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
[৩] মঙ্গলবার (২০ জুলাই) এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মহান মুক্তিযুদ্ধে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন নানা দেশের অসংখ্য সহকর্মী মানুষ। যুদ্ধের মাঠে, রাষ্ট্রে রাষ্ট্রে,শরণার্থী শিবিরে, প্রতিবাদে বা জনমত গঠনে কঠিন সময়ে তারা ভূমিকা রেখেছেন। তাদের একজন সাইমন ড্রিং। সাইমন ড্রিং বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক, যিনি নিজের জীবন বিপন্ন করে প্রতিবেদন তৈরি করে পাকিস্তান বাহিনীর নির্যাতন ও গণহত্যার কথা সারাবিশ্বকে জানিয়ে দেন।
[৪] বিরোধীদলীয় নেতা আরও বলেন, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক সাইমন ড্রিং এদেশের প্রতিষ্ঠালগ্নে যে অবদান রেখেছেন, বাংলাদেশের জনগণ তা শ্রদ্ধাভরে স্মরণ করবে।