রাহুল রাজ : তৃতীয় উইকেট জুটিতে চাকাবা ও মায়ার্স দারুণ জবাব দিচ্ছিল বাংলাদেশকে। গড়ে তুলেছিলেন ৭১৪ রানের জুটি। সেই জুটি ভেঙ্গে রিয়াদ আবার চাপ মুক্ত করেন। মায়ার্সকে ৩৪ রানে ফিরিয়ে দিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন রিয়াদ। মাদভেরে ক্রিজে নেমেই মোস্তাফিজুরের শিকারে পরিনত হন। দিনের শুরুতে সাবিক দলীয় ৩৬ রানে প্রথম আঘত হানে। ৭৮ ও ১৪৯ রানে রিয়াদের আঘাতের সাথে দলীয় ১৫৬ রানে চতুর্থ আঘাত হানেন ফিজ। ৮৪ রানে চাকাভা তাসকিরে বলে সরাসরি বোল্ড হন। এর পরেই রাজা ও বুলার গড়ে তোলেন ৭৮ বলে ১০০ রানের জুটি। সাইফুদ্দিনকে তুলোধুলো করে তুলে নেন অর্ধশত। ফিজের বলে সৈকতে হাতে আটকা পড়লে এই জুটির পতন হয়। ৮৭ রানে ফেরেন রাজা।
স্কোর: ৪৮ ওভার শেষে জিম্বাবুয়ে ২৮৮/৬