বিশ্বজিৎ দত্ত: [২] বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সারাদেশে ৩ লাখ ৬৫ হাজার কোভিডে ক্ষতিগ্রস্থ মানুষকে নগদ ১৫০০ টাকা করে এককালীন সহায়তা করেছে। তারা, বস্তিবাসী, দিনমজুর ও সদ্য চাকুরি হারানো ব্যক্তিদের নগদ সহায়তার প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ব্র্যাক ইতিমধ্যে সীমান্তবর্তী ৩৫টি জেলায় কোভিড সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। তারা এসব এলাকায় ৮ লাখ ৫০ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। ব্র্যাকের কর্মীরা মানুষকে করোনা সচেতন থাকার জন্য পরামর্শ দিচ্ছেন। এতে এসব এলাকায় সংক্রমন সম্পর্কে মানুষ সচেতন হচ্ছে। ব্র্যাকের হিসাবে সচেতনতা বৃদ্ধির কারণে এসব এলাকায় কোভিড কমছে।
[৩] যুক্তরাষ্ট্রের হেইঞ্জ নামের একটি গার্মেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশকে ৮০ লাখ মাস্ক দিচ্ছে। এই মাস্কগুলো সারাদেশে বিনামূল্যে বিতরণ করবে ব্র্যাক। এই মাস্কগুলো শুল্কবিহিন খালাসের জন্য ব্র্যাক রাজস্ব বোর্ডে আবেদন জানিয়েছে। এর বাইরে ব্র্যাাকের কোভিড কার্যক্রমকে চালিয়ে নেয়ার জন্য সুইস সরকার ব্র্যাককে আড়াই মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এই অর্থে ব্র্যাক কোভিড রুগীদের ওষুধসহ পরীক্ষা সুবিধা দিচ্ছে।