শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে জবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা

অপূর্ব চৌধুরী: [২] বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই অবস্থা বাংলাদেশেও।করোনার প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে।যার প্রভাব পড়েছে এদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ঈদ প্রস্তুতি ও ভাবনায়ও। প্রতিবছর বর্ণিল আয়োজনে শিক্ষার্থীরা ঈদ উপযাপনের প্রস্তুতি নিলেও মহামারীর কারণে গত বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের সেই প্রস্তুতি যেন অনেকটাই সাদামাটা।তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে ঈদের আগমুহূর্তে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরে ও পরিবারের সাথে ঈদ করতে পারবে বলেও অনেকে আনন্দিত। করোনাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ ভাবনা পাঠকদের সামনে তুলে ধরা হল।

[৩[ এবারের ঈদ উদযাপন হোক স্বাস্থ্যবিধি মেনে: বরাবরের ন্যায় আবারও আমাদের মাঝে চলে এসেছে মুসলমানদের অন্যতম। বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কিন্ত ধরায় এখনও বিদ্যমান সুনামীর মতো বিধ্বংসী করোনা। যার প্রভাবে কাঁপছে পুরো পৃথিবী,কাঁপছে প্রিয় মাতৃভূমি। করোনা কালীন সময়ে এটা মুসলমানদের তৃতীয় ঈদ উদযাপন। তাই গত দুইবারের ন্যায় এই ঈদেও উদযাপন হোক স্বাস্থ্যবিধি মেনেই।ঈদের আগে বাড়ি পৌঁছাতে পারব কিনা এটা নিয়ে শঙ্কায় ছিলাম।তবে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি পৌঁছাতে পেরেছি। ফলে পরিবারের সাথে ঈদ করতে পারব ভেবেই ভালো লাগছে।তবে এই যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচব। সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদব। এই যাত্রায় রেহাই যদি পাই,আবারও সেই পুরোনো আঙ্গিকে ঈদ উদযাপন করব।মেতে উঠব বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে। (মোঃতৌহিদুল ইসলাম,ব্যবস্থাপনা বিভাগ)

[৪] পরিস্থিতি বিবেচনা করেই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন হোক: ঈদ মানেই আনন্দ ও খুশি। ঈদ মানেই আনন্দ উল্লাস ভাগাভাগি করে নেয়া।কিন্তু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বিগত দুই বছর ধরে ঈদের খুশির সাথে কেমন যেনো আতঙ্ক জড়িয়ে রয়েছে। তবে গত তিন ঈদের চেয়ে এই ঈদের আগে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।ম।এক্ষেত্রে আমাদের উচিত দেশের পরিস্থিতি বিবেচনা করে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করা। ইদের আনন্দ যেনো প্রিয় মানুষকে হারানোর শোকে পরিনত না হয়। (লিমা আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)

[৫] পরিবারের সাথে ঈদ করব এটাই বড় বিষয়: ঈদ মানে অফুরন্ত আনন্দ ও খুশির বিষয়।ছোট বেলায় ঈদ নিয়ে অনেক উৎফুল্ল থাকতাম। তবে ঈদ নিয়ে এখন আর তেমন ভাবিনা। পূর্বের তুলনায় এই দুই বছরের ঈদ সত্যি অন্যরকম। করোনার জন্য আসলে উৎসব গুলো কে উৎসব মনে হয় না। ঈদের আগে ঢাকায় থেকে বাড়ি আসাও এক প্রকার অনিশ্চিত ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি এসেছি,পরিবারের সাথে ঈদ করব এটাই বড় আনন্দের বিষয়। পরিস্থিতি সংকটাপন্ন।তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে ও নিজে সচেতন থেকে ঈদ উদযাপন করুক।(সজীব হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)

[৬] অমলিন সম্ভাবনায় খুশির পরাগ স্বপ্ন ছড়াবে সাড়া জগৎময়:
ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক ঈদুল আজহা কেটে যাক মহামারীর ঘোর অমানিশা। মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। পশু কোরবানির মাধ্যমে পালিত হয় এই উৎসব।প্রতি বছর ঈদ উৎসবে অন্যরকম আনন্দ থাকলেও এ বছর ঈদের আকাশটা অনেকটাই জ্যোৎস্নাহীন, রংহীন, আনন্দহীন।ভাঙা চাঁদের কোণায় প্রতিটি সম্ভাবনা হচ্ছে অমলিন। মহামারীর এই দুঃসময়ে পুরো পৃথিবী আজ স্থবির। জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে।চারিদিকে প্রিয়জন হারানোর কান্নায় এবারের ঈদের আকাশটা সত্যি অনেক ভারি হয়েছে। তবুও স্বপ্ন দেখি পৃথিবী আবার স্বাভাবিক হবে।ভাঙা চাঁদের কোণায় লুকিয়ে থাকা অমলিন সম্ভাবনায় খুশির পরাগ স্বপ্ন ছড়াবে সাড়া জগৎময়। (ইব্রাহীম আলী,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)

[৭] সঠিক মহত্ত্বে উদযাপন হোক ঈদ: ঈদ-উল-আযহা বা ঈদ-উল-আজহা এর অনুবাদ 'ত্যাগের উৎসব'। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি।সহজ বাংলায় আমরা বলি কোরবানির ঈদ।হ্যাঁ কোরবানি মানে ত্যাগ।তবে এই ত্যাগ কেবল অনেক অনেক টাকা দিয়ে পশু কোরবানি করাকে বোঝায় না।এই কোরবানি অন্তর্নিহিত অর্থ হলো আমাদের মধ্যে যত পশুত্ব আছে তাকে কোরবানি করা এবং সকল অন্যায়,অপরাধ, পাপাচার বিসর্জন দেওয়া।সর্বোপরি আমাদেরও সবকিছুকে ছাপিয়ে কোরবানির মহত্ত্ব এবং সঠিক তাৎপর্য অনুধাবন করা উচিৎ।মহামারীতে সবাই সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনেই উদযাপন করুক সেটাই কামনা।আবারও বর্ণিল ঈদ উদযাপনের অপেক্ষায় আছি।
(কারিশমা ওয়াজেদ শ্রেয়সী, ইতিহাস বিভাগ)

[৮] সতর্ক থেকেই ঈদ উদযাপন করব: এবারের ঈদ কাটবে পরিবারের সাথে, তাই এবারের আনন্দ একটু বেশিই। এবারের ঈদ-উল-আযহায় স্বাস্থ্যবিধি মেনে কোরবানি পালন করবো। প্রতিবারের ন্যায় এবারও ঈদের নামাজ পড়ে পশু কোরবানিতে শরিক হবো। তবে করোনা পরিস্থিতিতে পরিবার নিয়ে একটু বেশি সতর্ক থাকার চেষ্টা করবো। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সবাই ঈদ উদযাপন করবে সেই প্রত্যাশা করি। ত্যাগের মহিমায় হোক ঈদ উদযাপন, সচেতনতায় হোক কোরবানি পালন।(আরিফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়