শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৩:৩৬ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেগাসাসে আড়িপাতা নিয়ে যা বলল ইসরাইল

অনলাইন ডেস্ক : ইসরাইলি সাইবার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থার (এনএসও) তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে নজরদারি চালানোর ঘটনা সামনে এসেছে। তবে পেগাসাসের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ নাকচ করে দিয়ে উল্টো আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনএসও।

এক সংবাদ বিবৃতিতে এনএসও’র মুখপাত্র জানিয়েছেন, ফোনে আড়িপাতার ঘটনার সাথে এনএসও’র কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নজরদারি চালানোর প্রযুক্তি তৈরি করাই এনএসও’র কাজ।তারা বিভিন্ন দেশের বৈধ সরকার, সরকারি নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করেছে।এমন সার্ভিস চাইলেই পাওয়া যায়। তাই এতে গোপন করার মতো কিছুই নেই।

প্রতিবেদনে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনে যে সূত্রের কথা বলা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। তাই এই ঘটনায় মানহানির মামলা করার কথা ভাবছে এনএসও।

পেগাসাস মূলত এক ধরনের ম্যালওয়ার (বিশেষ ধরনের ভাইরাস) যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে পারে। একইসঙ্গে কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালুও রাখতে পারে এই ম্যালওয়ার।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়