আফসান চৌধুরী: কানাডায় বেশির ভাগ স্থানীয় লোকে ভগবান নয়, সরকারের ওপর নির্ভর করে। কারণ সবই দেয় সরকার। কিন্তু এর মানে সরকারের কাছে বা অফিসে এটা-ওটা সব কিছুর জন্য সরকারি অফিসে লাইন দিতে হয়। আর কাউকে গিয়ে কাগজপত্র দেখাতে হয়, তারপর সুবিধা পাওয়া যায় অথবা ফেরত আসতে হয়।
[২] মোটা দাগে কানাডায় তিন কিসিমের মানুষ। সাদা, কালো আর বাদামি। বাদামীরা প্রায় সবাই ভারতীয়, দু’একজন ছাড়া। আমি সবার ব্যবহার লক্ষ্য করতাম। সাদারা অফিসিয়াল, কোনো বাড়তি কিছু করবে না। ওদের কিছু এসে যায় না। তবে আমলা মন, বুদ্ধি একটু কম।
বাদামী হচ্ছে বিপদ। সাহায্য তো নয় বরং বিপদে ফেলবে আগে বেড়ে ও হওয়া জিনিস উল্টে দেবে। অসুবিধা করে ক্ষমতার আনন্দ পায় (গবেষণায় তাও বলে )। আর কালোরা হচ্ছে সহায়তা দানকারী। আফ্রিকায় গেলেও সেটা বোঝা যায়। নিজেরা প্রান্তিক বলেই হয়তো অন্যদের হেল্প করে।
[৩] কয়েকটা টেস্ট কেস করার পর আমি সবসময় কালোদের কাছে যেতাম, সুবিধা পেতাম। মজা হলো বাংলাদেশি জনগণ সবসময় ইন্ডিয়ানদের কাছে যেতো। কারণ ‘ওরা তো আমাদের মতো’। আর ফিরে ঘরে আসে কাঁদতো। এখন কি অবস্থা বলতে পারবো না। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক