শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন কন্যা- সুচন্দা, ববিতা ও চম্পার এবারের ঈদ

ইমরুল শাহেদ: তিন কন্যা - সুচন্দা, ববিতা ও চম্পা - তিন জনেই খ্যাতিমান তারকা। সুচন্দা ষাট দশকের হৃৎ কাঁপানো নায়িকা। এরপরেই ‘টাকা আনা পাই’ ছবি দিয়ে ববিতা যুক্ত হন চলচ্চিত্রের সঙ্গে। এর আগে সুপর্ণা নামে তিনি ‘সংসার’ নামে একটি ছবিতে কাজ করেন। ক্যারিয়ারের খুব সময়ের মধ্যে ববিতা পা বাড়ান আন্তর্জাতিক অঙ্গনে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’র অনঙ্গ বৌ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি কুড়ান। চম্পাও ‘পদ্মানদীর মাঝি’, ‘লাল দরজা’ এবং সত্যজিৎ তনয় স›দ্বীপ রায়ের ‘টার্গেট’ ছবি দিয়ে বাংলাদেশ ও ভারতে খ্যাতিমান হয়ে উঠেন।

খ্যাতিমান এই তিন তারকার এবারের ঈদ কিভাবে কাটছে জানতে চাওয়া হলে চম্পা বলেন, ‘ববিতা তিনদিন আগে কানাডা চলে গেছেন ছেলের কাছে। তিনি সেখানে ছেলের সঙ্গে ঈদ করবেন। সুচন্দা আপা নিজের ছেলেমেয়ের সঙ্গে আছেন। তাদের সঙ্গে ঈদ করছেন। এটাও আমার ভালো লাগছে।’ তিনি বলেন, ‘আমি নিজের বাসাতেই আছি। ঢাকায় আমরা কোনো কোরবানি দিচ্ছি না। আমাদের কোরবানি হচ্ছে আমার শ্বশুড় বাড়ি বিক্রমপুরের শ্রীনগরে। সেটা গরবীবদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। তার মাংস এখানে আসবে না।’ তিনি বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছি।

এভাবে আমাদের প্রায় প্রতিদিনই কথা হয়।’ চম্পা আরও বলেন, ‘এই মহামারির মধ্যে আমি এমনিতেই ঘর থেকে বের হই না। ঈদের দিনও ঘরের বাইরে যাব না। তবে সব কিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যায় নাতি-নাতনিদের সঙ্গে দেখা করতে যাব। কিছুক্ষণ তাদের সঙ্গে সময় কাটিয়ে আসব। আমার মেয়ের বাসা আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়।’ চম্পা জানিয়েছেন, তার কয়েকটি অসমাপ্ত ছবি রয়েছে। মহামারির প্রকোপ কমে গেলে তিনি সেগুলোর কাজ শেষ করবেন এবং তখন হয়তো নতুন কাজও হাতে নেবেন। তার আগে তিনি কাজে ফিরবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়