শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন কন্যা- সুচন্দা, ববিতা ও চম্পার এবারের ঈদ

ইমরুল শাহেদ: তিন কন্যা - সুচন্দা, ববিতা ও চম্পা - তিন জনেই খ্যাতিমান তারকা। সুচন্দা ষাট দশকের হৃৎ কাঁপানো নায়িকা। এরপরেই ‘টাকা আনা পাই’ ছবি দিয়ে ববিতা যুক্ত হন চলচ্চিত্রের সঙ্গে। এর আগে সুপর্ণা নামে তিনি ‘সংসার’ নামে একটি ছবিতে কাজ করেন। ক্যারিয়ারের খুব সময়ের মধ্যে ববিতা পা বাড়ান আন্তর্জাতিক অঙ্গনে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’র অনঙ্গ বৌ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি কুড়ান। চম্পাও ‘পদ্মানদীর মাঝি’, ‘লাল দরজা’ এবং সত্যজিৎ তনয় স›দ্বীপ রায়ের ‘টার্গেট’ ছবি দিয়ে বাংলাদেশ ও ভারতে খ্যাতিমান হয়ে উঠেন।

খ্যাতিমান এই তিন তারকার এবারের ঈদ কিভাবে কাটছে জানতে চাওয়া হলে চম্পা বলেন, ‘ববিতা তিনদিন আগে কানাডা চলে গেছেন ছেলের কাছে। তিনি সেখানে ছেলের সঙ্গে ঈদ করবেন। সুচন্দা আপা নিজের ছেলেমেয়ের সঙ্গে আছেন। তাদের সঙ্গে ঈদ করছেন। এটাও আমার ভালো লাগছে।’ তিনি বলেন, ‘আমি নিজের বাসাতেই আছি। ঢাকায় আমরা কোনো কোরবানি দিচ্ছি না। আমাদের কোরবানি হচ্ছে আমার শ্বশুড় বাড়ি বিক্রমপুরের শ্রীনগরে। সেটা গরবীবদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। তার মাংস এখানে আসবে না।’ তিনি বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছি।

এভাবে আমাদের প্রায় প্রতিদিনই কথা হয়।’ চম্পা আরও বলেন, ‘এই মহামারির মধ্যে আমি এমনিতেই ঘর থেকে বের হই না। ঈদের দিনও ঘরের বাইরে যাব না। তবে সব কিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যায় নাতি-নাতনিদের সঙ্গে দেখা করতে যাব। কিছুক্ষণ তাদের সঙ্গে সময় কাটিয়ে আসব। আমার মেয়ের বাসা আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়।’ চম্পা জানিয়েছেন, তার কয়েকটি অসমাপ্ত ছবি রয়েছে। মহামারির প্রকোপ কমে গেলে তিনি সেগুলোর কাজ শেষ করবেন এবং তখন হয়তো নতুন কাজও হাতে নেবেন। তার আগে তিনি কাজে ফিরবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়