শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে অধ্যাপক কামাল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

গোলাম সারোয়ার: [২] বিশিষ্ট সাংবাদিক ও ফিরোজ মিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কলেজের ইতিহাস বিভাগের আয়োজনে পালিত হয়েছে।রোববার (১৯ জুলাই) কলেজের ইতিহাস বিভাগের আয়োজনে ইতিহাস বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান মনজুয়ারা বেগমের সভাপতিত্বে ভার্চ ুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার।

[৩] এ সময় ভার্চুয়াল স্মরণসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম ,হিসাববিজ্ঞানের বিভাগীয় প্রধান শামসুল আলম,বাংলার বিভাগীয় প্রধান খন্দকার মামুন অর রশিদ, প্রভাষক মেহেরুন্নেসা, প্রভাষক আবু হানিফ মোহাম্মদ নেয়ামতুল্লাহসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও বিভিন্ন বিষয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।স্মরণসভার মডারেটর ছিলেন পদার্থবিদ্যার প্রভাষক মো: আলকাছ মিয়া।

[৪] ২০২০ সালের এই দিনে নানা শারীরিক জটিলতায় ভুগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক কামাল হোসেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বিভাগীয় প্রধান ও বিভিন্ন বিষয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ অধ্যাপক কামাল হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা পর্বে অধ্যাপক কামাল হোসেনের বর্ণি ল জীবনের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করা হয়।আলোচনা পর্ব শেষে কামাল হোসেনের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষার প্রভাষক আবু হানিফ মোহাম্মদ নেয়ামতুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়