নুরে আলম: [২] ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এমন বিস্ময়কর একটি বস্তু আবিষ্কার করেছেন। মোবাইলে চার্জ দেওয়ার জন্য আর চার্জার বা বিদ্যুৎ দুটোর কোনো ঝামেলাই থাকবে না। ডেইলি মেইল
[৩] প্ল্যাস্টারের মতো হাতের আঙ্গুলের চারিপাশে মুড়িয়ে রাখতে হবে ডিভাইসটি। তারপর ঘুমানোর সময় ডিভাইসটি আংগুলেই রাখতে হবে। এবং ঘুমের ভিতরে শরীরে উৎপন্ন ঘাম থেকেই বিদ্যুৎ উৎপাদন হবে ডিভাইসটিতে।
[৪] প্রোটোটাইপ এই ডিভাইসটিতে ধীরে ধীরে শক্তি জমা হবে। এবং স্মার্টফোনে তিনসপ্তাহে চার্জ দেওয়া যাবে। তবে প্রকৌশলী বলেন, আমরা অতি দ্রুত এই সক্ষমতা আরো বৃদ্ধি করবো।
[৫] তারা বলেন, এর থেকে একটি ঘড়িতে ১০ ঘন্টা চার্জ দিলে ঘড়িটি টানা ২৪ ঘন্টা চলতে সক্ষম। গবেষকরা বলেন একটি আঙ্গুল থেকে একবারই চার্জ দেওয়া যাবে। অর্থাৎ ১০ টি আঙ্গুল থেকে মোট ১০ বার চার্জ দেওয়া যাবে।
[৬] এইধরনের বেশীরভাগ চার্জারের জন্য সৌরশক্তির প্রয়োজন হয়। কিন্তু এই ডিভাইসটিতে কোনো ধরনের সূর্যালোকের প্রয়োজন হবেনা। এটি শুধু মানুষের আঙ্গুল থেকেই শরীরের আদ্রতা নিয়ে শক্তি উৎপাদন করবে।