শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসির ৪৭ কর্মচারী পদোন্নতি পেয়ে কর্মকর্তা হলেন

সমীরণ রায়: [২] উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে ৪৭ জন কর্মচারীকে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

[৩] গত ১৪ জুলাই ইসির সহকারী সচিব নুর নাহার ইসলামের পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আলোকে নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০০৮ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২১ সালের ১০ মে স্মারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে ৪৭ জন কর্মচারীকে উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৯ম গ্রেডে) পদোন্নতি দেওয়া হলো।

[৪] এই পদোন্নতির বিপরীতে দুটি শর্ত হলো-১. উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে যোগদানের তারিখ থেকে তারা এক বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন, শিক্ষানবিশকালের এ মেয়াদ প্রয়োজনবোধে বর্ধিত করা যাবে। ২. শিক্ষানবিশকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কর্মদক্ষতা যদি সন্তোষজনক বিবেচিত হলে তাদের উপজেলা নির্বাচন অফিসার পদে নিয়মিত করা হবে। পক্ষান্তরে, যদি তাদের আচরণ ও কর্মমান সন্তোষজনক বিবেচিত না হয় তাহলে কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়া তাদের পূর্ব পদে ফিরিয়ে আনা হবে।

[৫] এছাড়া উপজেলা নির্বাচন অফিসার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা নির্বাচন কমিশনের সচিবের কাছে লিখিত যোগদানপত্র জনবল ব্যবস্থাপনা-২ শাখার ইন্টারনাল ঠিকানায় পাঠাবেন এবং পরবর্তী পদায়ন আদেশ জারি না হওয়া পর্যন্ত বর্তমান দায়িত্বে নিয়োজিত থাকবেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জ্যেষ্ঠতা সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়